India vs England 2021

মোতেরার পিচ প্রস্তুতকারক এ বার সিডনির পিচও তৈরি করতে পারেন!

৪ মার্চ থেকে শুরু চতুর্থ টেস্ট। সেই ম্যাচের পিচ কেমন হবে নজর থাকবে সেই দিকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৯
Share:

মোতেরা স্টেডিয়াম। ছবি: পিটিআই

মোতেরায় ঘূর্ণি পিচে ২ দিনেই শেষ হয়ে যায় ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই পিচ নিয়েই চলছে সমালোচনা। ইংল্যান্ড দলের পক্ষ থেকে যদিও কোনও অভিযোগ এখনও অবধি জানানো হয়নি। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও পিচের পাশেই দাঁড়িয়েছেন। তিনি উইকেট দেখে এতটাই মুগ্ধ যে, ওই পিচ প্রস্তুতকারককে নিজের শহর সিডনিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

Advertisement

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লায়ন বলেন, “আমি সারা রাত জেগে ছিলাম ম্যাচটা দেখার জন্য। দারুণ ম্যাচ ছিল। ওই পিচ প্রস্তুতকারককে সিডনিতে আনার কথা ভাবছি আমি।”

লায়ন বলেন, “কত বার সবুজ পিচে খেলতে গিয়ে ৪৭, ৬০ রানে অল আউট হতে হয়েছে। তখনও কোনও প্রশ্ন ওঠে না। পিচে বল ঘুরতে শুরু করলেই কান্নাকাটি শুরু হয়ে যায়।” অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, জ্যাক লিচ এবং জো রুট ছড়ি ঘুরিয়েছেন ম্যাচে। ২ দিনে ৩০ উইকেট পড়ে যায় টেস্ট ম্যাচে। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

Advertisement

৪ মার্চ থেকে শুরু চতুর্থ টেস্ট। সেই ম্যাচের পিচ কেমন হবে নজর থাকবে সেই দিকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement