India vs England 2021

রুটদের হারাতে নেটে অনুশীলনে মগ্ন অজিঙ্ক রাহানে, দেখুন ভিডিয়ো

গত ২৭ জানুয়ারিতে চেন্নাইয়ে পৌঁছে নিভৃতবাসে ছিলেন রাহানেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫০
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধেও এ ভাবে ব্যাট তুলতে চান রাহানে। ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজ জয় অতীত। সামনে এখন কঠিন ইংল্যান্ড সিরিজ, যা জিততে পারলে পাওয়া যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট। তাই দেরি না করে অনুশীলনে নেমে পড়লেন অজিঙ্ক রাহানে

Advertisement

বুধবার টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন, যেখানে রাহানেকে নেটে একমনে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে নেটে বোলিং করছেন সৌরভ কুমার এবং কৃষ্ণাপ্পা গৌতম। ক্যাপশনে রাহানে লিখেছেন, “ট্রেনিংয়ে ফিরলাম।” ভিডিয়োয় রাহানেকে ব্যাকফুটে এবং ফ্রন্টফুটে একাধিক শট খেলতে দেখা গিয়েছে।

গত ২৭ জানুয়ারিতে চেন্নাইয়ে পৌঁছে নিভৃতবাসে ছিলেন রাহানেরা। সে সময় নিয়মিত কোভিড পরীক্ষা হয় তাঁদের। প্রতিবারই ফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মূলত দলগত ঐক্য এবং দৌড়ে গা ঘামানোর অনুশীলন করা হয় প্রথমদিন। দ্বিতীয় দিন থেকে ব্যাট হাতে নেমে পড়লেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement