আশা: দিল্লির ধোঁয়াশা নিয়ে চিন্তিত নন রোহিত। ফাইল চিত্র
দিল্লির বায়ুদূষণ নিয়ে যত বিতর্ক আর উদ্বেগই থাক, ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ রবিবার, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই হচ্ছে। যে কথা বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
দীপাবলির পরে দিল্লির বায়ুদূষণের মাত্রা যে এখন উদ্বেগের বিষয়, তা মেনে নিয়েছেন সৌরভ। কিন্তু পাশাপাশি তিনি এও বলেছেন, ‘‘অনেক দেরি হয়ে গিয়েছে এখন কিছু করার। একটা ম্যাচের আয়োজনের পিছনে অনেক ব্যাপার থাকে। টিকিট বিক্রি, দর্শক— অনেক কিছু। তাই ম্যাচটা দিল্লিতেই হবে। আশা করব, সব কিছু ঠিকঠাকই চলবে।’’ তবে সৌরভ এও বলে রেখেছেন, ‘‘এর পরে আমরা ব্যাপারটা মাথায় রাখব। ভবিষ্যতে সূচি তৈরি করার সময়, বিশেষ করে দীপাবলির পরে উত্তরাংশে ম্যাচ দেওয়ার সময় আমাদের আরও বাস্তববাদী হতে হবে।’’
বিরাট কোহালি বিশ্রামে থাকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সেই রোহিত এ দিন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘‘আমরা এখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছি। কোনও সমস্যা হয়নি। আমরা জানি না আলোচনাটা ঠিক কী নিয়ে, তবে এটা বলব, আমার কোনও সমস্যা হয়নি ওই সময়।’’ রোহিত যে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচের কথা বলছেন, সেটা হয়েছিল ২০১৭ সালে। যে ম্যাচে শ্রীলঙ্কার ক্রিকেটারেরা মুখোশ পরে নেমেছিলেন। ম্যাচও বন্ধ ছিল ২০ মিনিট।
রোহিত আরও বলেছেন, ‘‘আমি সবে এখানে এসে পৌঁছেছি। সব কিছু ভাল করে দেখে উঠতে পারিনি। আমি শুধু এটুকু জানি, ম্যাচটা ৩ তারিখ
হবে।’’ ভারতীয় ক্রিকেটে একটা বিতর্ক চলছে, দ্বৈত অধিনায়কত্ব নিয়ে। কেউ কেউ বলেছেন, টেস্ট এবং সীমিত ওভারের আলাদা আলাদা অধিনায়ক হোক। যা নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘অধিনায়কত্বের ব্যাপারটা আমাদের হাতে নেই। তবে এটা বলব, একটা ম্যাচ হোক কী একশোটা, দেশকে নেতৃত্ব দেওয়ার সম্মানটাই আলাদা।’’
দিনরাতের টেস্ট নিয়ে রোহিত বলেন, ‘‘আমি দলীপ ট্রফিতে একটা ম্যাচ গোলাপি বলে খেলেছিলাম। অভিজ্ঞতাটা ভালই। নতুন মঞ্চে ভাল কিছু করার একটা একটা সুযোগ এসেছে আমাদের সামনে।’’