India vs Australia

India vs Australia: ভারতীয় ক্রিকেটে স্মৃতি মন্ধানা এখন ‘ও হাসিনা জুলফোঁওয়ালি’

অ্যামাজনের অ্যালেক্সা এমন একটি যন্ত্র যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করতে সক্ষম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ১৭:২৪
Share:

স্মৃতি মন্ধানার শতরানে ভাসছে ভারতীয় ক্রিকেট। —ফাইল চিত্র

স্মৃতি মন্ধানার শতরানে ভাসছে ভারতীয় ক্রিকেট। সচিন তেন্ডুলকর প্রশংসা করেছেন তাঁর ব্যাটিংয়ের। স্মৃতিকে প্রশংসা করেন হারলিন কৌর। মহম্মদ রফির গান দিয়ে তাঁকে প্রশংসা বার্তা পাঠিয়েছিলেন তিনি।

টুইট করে হারলিন লেখেন, ‘ও হাসিনা জুলফোওয়ালি’ গান বাজাও অ্যালেক্সা।’ স্মৃতির জন্য মহম্মদ রফির এই গানই গেয়ে উঠতে চেয়েছেন তাঁর সতীর্থ। শতরানের পর স্মৃতির মুখের সামনে চুল এলিয়ে রয়েছে। সেই কথাই মনে করিয়ে এই প্রেমের গান গেয়ে উঠতে চেয়েছেন হারলিন।

Advertisement

হারলিনের এই গানে কিছুটা লজ্জাই পেয়েছেন স্মৃতি। টুইট করে সেই কথাই বুঝিয়ে দিয়েছেন গোলাপি বলের টেস্টে শতরানকারী। তিনি টুইটে লেখেন, ‘হারলিনকে চুপ করিয়ে দাও অ্যালেক্সা।’ সতীর্থের প্রশংসা যেন লজ্জায় ফেলে দিয়েছে স্মৃতিকে।

অ্যামাজনের অ্যালেক্সা এমন একটি যন্ত্র যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করতে সক্ষম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement