রিভিউ নিয়ে আম্পায়ারদের সঙ্গে আলোচনায় কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।
মঙ্গলবার ম্যাথু ওয়েডের ক্ষেত্রে ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে হওয়া বিভ্রান্তির জন্য ম্যাচ অফিসিয়ালদের দায়ী করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাথু ওয়েডের বিরুদ্ধে ভারতের রিভিউ নাকচ হয়ে যায়। ওয়েড সেই সময় থেকে আরও ৩০ রান যোগ করেন। ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ১৮৬ রান। ১৮৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে ভারত তোলে ১৭৪। এবং ১২ রানে হেরে যায় ম্যাচ। কোহালিরা সিরিজ জেতেন ২-১ ফলে। তার পরে ওয়েডের বিরুদ্ধে সেই রিভিউয়ের প্রসঙ্গ নিয়েই মুখ খুলেছেন কোহালি।
এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, “হ্যাঁ, সেই এলবিডব্লিউ রিভিউয়ের ব্যাপারটা অদ্ভূত ছিল। আমরা তখনও আলোচনা করছিলাম যে বলটা উপর দিয়ে বেরিয়ে যাবে কি না। কিন্তু ১৫ সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে রিপ্লে দেখিয়ে দেওয়া হল। আমরা ঠিক করেছিলাম রিভিউ নেব। কিন্তু আম্পায়াররা জানালেন যে আর রিভিউ নেওয়া যাবে না। সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের ভুল হওয়া উচিত নয়। এমন ধরনের খুব গুরুত্বপূর্ণ ম্যাচে এই ভুল খুব মূল্যবান হয়ে ওঠে।”
আরও পড়ুন: সৌরভ, শাহ পদে থাকবেন? বিসিসিআই নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে
আরও পড়ুন: পিঙ্ক বল টেস্টে নেই ওয়ার্নার, অনুশীলন ম্যাচে নামতে পারেন শামি, বুমরা
অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে এই ঘটনা ঘটে। টি নটরাজনের পুরো লেংথের ডেলিভারি ফ্লিক করতে গিয়েছিলেন ওয়েড। কিন্তু তা করতে পারেননি। বল এসে লাগে তাঁর প্যাডে। প্রথমে বোলার নটরাজন বা উইকেটকিপার লোকেশ রাহুল, কেউই রিভিউয়ের কথা ভাবেননি। বাউন্ডারি লাইনে ফিল্ডিংরত কোহালি নেন ডিআরএস। যা শুরুতে মনে নিলেও পরে নাকচ করা হয়। কারণ, বড় স্ক্রিনে ওই ডেলিভারির রিপ্লে দেখানো হয়ে গিয়েছে। ম্যাথু ওয়েডকে বলতে শোনা যায়, “ওরা এটা রেফার করেছে? এটা তো বড় স্ক্রিনে দেখানোও হয়ে গিয়েছে।”
কোহালিকে দেখা যায় আম্পায়ারদের কাছে গিয়ে কথা বলতে। তার পর অসন্তুষ্ট হয়ে তিনি চলে যান ফিল্ডিং করার জায়গায়। তবে ওই রিপ্লে ১৫ সেকেন্ডের আগে না পরে দেখানো হয়েছে তা পরিষ্কার নয়। যদিও এটা পরিষ্কার যে রিপ্লেতে আউট ছিলেন ওয়েড। ভারতের রিভিউ বাতিল না হলে নিশ্চিত ভাবেই আউট হতেন বাঁ-হাতি ওপেনার। শেষ পর্যন্ত তিনি ৮০ রান করেন।