রোহিত

হিটম্যান রোহিত এখন ‘আম্পায়ার রোব্রো’

চোট সারিয়ে মাঠে নামার পর থেকেই রোহিতকে নিয়ে চর্চা চলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৬:২২
Share:

আম্পায়ারের ভূমিকাও পালন করলেন রোহিত শর্মা। ফাইল ছবি

চোট সারিয়ে মাঠে নেমেই নানা কারণে খবরের শিরোনামে রোহিত শর্মা। এবার হিট ম্যানের নতুন নাম ‘আম্পায়ার রোব্রো’। ব্রিসবেন টেস্টে আম্পায়ারের ভূমিকায় দেখা গেল তাঁকে!

Advertisement

ঘটনাটা অস্ট্রেলিয়ার ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে। ওয়াশিংটন সুন্দরের বলে ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করা হয়। আম্পায়ার পল উইলসন আউট দেন। কিন্তু ওয়ার্নার এই সিদ্ধান্ত মানতে পারেননি। তিনি ডিআরএস চান। একাধিক রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারও উইলসনের সঙ্গে সহমত হন।

এরপর উইলসন দ্বিতীয়বার আঙুল তোলেন। ঠিক তখনই মাঠের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে রোহিত শর্মাও একই সঙ্গে আঙুল তোলেন। এই ভিডিয়ো এখন তুমুল ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, ‘আম্পায়ার রোব্রো-কে মিস করা যাবে না।’

Advertisement

আরও খবর: সন্তান-প্রেম! ক্রিকেটার, ক্যাপ্টেন নন, কোহালি শুধুই ‘গর্বিত’ বাবা

আরও খবর: ইনিংসে ৫ উইকেট সিরাজের, প্রসন্ন, বেদী, মদন লাল, জাহিরের পাশে নাম তুললেন

চোট সারিয়ে মাঠে নামার পর থেকেই রোহিতকে নিয়ে চর্চা চলছে। ওপেন করতে নেমে অর্ধশতরান করেছেন, নবদীপ সাইনির অসমাপ্ত ওভার শেষ করেছেন মিডিয়াম পেস বল করে, স্টিভ স্মিথের সামনে শ্যাডো প্র্যাকটিস করেছেন। এবার আম্পায়ারিং!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement