India Vs Australia

স্লেজিং নিয়ে কোহালিদের হুমকি দিয়ে রাখলেন কামিন্স

১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু হচ্ছে অ্যাডিলেডে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২০:৪৭
Share:

প্যাট কামিন্স। ছবি: এএফপি।

সাদা বলের ক্রিকেটের বন্ধুত্বপূর্ণ আবহ থাকবে না টেস্টের আসরে। বিরাট কোহালিদের রীতিমতো হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তাঁর মতে ৪ টেস্টের সিরিজ হতে চলেছে সংঘর্ষে ভরপুর।

Advertisement

এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, “স্লেজিংয়ের দিক দিয়ে দেখলে এখনও পর্যন্ত বন্ধুত্বপূর্ণ আবহে খেলা হয়েছে। আশপাশে অনেক হাসি মুখ দেখা যাচ্ছে। তবে টেস্ট সিরিজে মোটেই বন্ধুত্বের পরিবেশ থাকবে না। প্রচণ্ড লড়াকু মানসিকতা নিয়েই খেলা হবে। কী ভাবে খেলছি তা নির্ভর করে অনেকেটাই আমরা মানুষ হিসেবে কেমন তার উপরে। অজি দল যেমন খুব রিল্যাক্সড থাকে। আমরা হাসি-ঠাট্টা করি। তবে এ বার টেস্ট সিরিজে কী হয় তা দেখা যাক।”

১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু হচ্ছে অ্যাডিলেডে। প্রথম টেস্টই গোলাপি বলে দিন-রাতের।

Advertisement

আরও পড়ুন: ‘মৃত্যু’র দু’দিন পরে সেলিম দুরানির জন্মদিন পালন!​

আরও পড়ুন: মারাদোনাকে কবর খুঁড়ে বার করা হতে পারে, সম্পত্তির অধিকার নিয়ে জোর লড়াই শুরু হচ্ছে​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement