India Vs Australia

কোহালির উইকেট আসন্ন সিরিজে পাখির চোখ করেছেন কামিন্স

আসন্ন টেস্ট সিরিজে কোহালির উইকেটটিই পাখির চোখ করেছেন কামিন্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২০:৫৬
Share:

প্যাট কামিন্স। ছবি: এএফপি।

লড়াইটা ঠিক কোথায় ঠিক করে ফেলেছেন প্যাট কামিন্স। আর কেউ নন, অস্ট্রেলিয়ার এই পেসারের লক্ষ্য একজনই, বিরাট কোহালি। আসন্ন টেস্ট সিরিজে কোহালির উইকেটটিই পাখির চোখ করেছেন কামিন্স।

Advertisement

তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকে দেখে আসছি, কিছু কিছু লড়াই আছে, যেগুলো দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। মনে আছে আমাদের গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ব্রায়ান লারার লড়াই। যখনই এই দুজন মুখোমুখি হতেন, মনে হত কিছু একটা ঘটবে। ওই মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি।’’

এরপরই সরাসরি আসন্ন সিরিজে তাঁর নিজের লক্ষ্যের কথা জানিয়ে কামিন্স বলেন, ‘‘কোহালি ওদের ক্যাপ্টেন। ফলে অবশ্যই লড়াইটা ওর সঙ্গে। কারণ এটাই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। কোহালি নামা মানেই নিজেকে বাড়তি চাগিয়ে তোলা। ওর উইকেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এটাও বলব, এর মানে এই নয় যে, এটাই গোটা সিরিজের ভাগ্য নির্ধারন করে দেবে।’’

Advertisement

আরও পড়ুন: ঋষভের শতরানে প্রথম টেস্টে ঋদ্ধির নির্বাচন অনিশ্চিত​

আরও পড়ুন: কৃষকদের সমর্থন জানিয়ে জন্মদিন উদযাপন করছেন না যুবরাজ সিংহ​

টি-টোয়েন্টি সিরিজে কোহালি বুঝিয়ে দিয়েছেন তাঁকে ফেরানো সহজ হবে না। কামিন্সদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৬১ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। তার আগের ম্যাচে কোহালির ব্যাট থেকে এসেছিল ৮৭ বলে ৮৯ রান।

তবে কোহালি একা নন, রয়েছেন পুজারাও। ২০১৮-১৯ সালের সিরিজে পুজারা ৫২১ রান করেছিলেন। সামলেছিলেন ১২৫৮টি বল। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের পিছনে সেটা বড় কারণ ছিল। এবার প্রথম প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৫৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে তিনি মাইকেল নেসেরের বলে শূন্য রানে বোল্ড হন।

পুজারাকে ফেরানোর ব্যাপারে নেসেরের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে কামিন্স বলেন, ‘‘এখনও কথা হয়নি। মাত্র দুদিন হল আমরা ক্যাম্পে এসেছি। তবে অবশ্যই কয়েকটা মিটিং হবে। বোলাররা নিজেদের মধ্যে কথা বলে নেবে। কিছু প্ল্যান তো অবশ্যই থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement