India Vs Australia

ওয়ানডের বদলা টি-টোয়েন্টিতে, ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ কোহালিদের

৬ উইকেটে জিতল ভারত। ২২ বলে অপরাজিত ৪২ রান করে ম্যাচের সেরা হার্দিক পাণ্ড্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৪:১৯
Share:

আগ্রাসী মেজাজে ধওয়ন। ছবি টুইটার থেকে নেওয়া।

এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। বিরাট কোহালির দল ২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল। একইসঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-০ ফলে দখল করলেন কোহালি-বাহিনী। যা হয়ে উঠল ওয়ানডে সিরিজ হারার বদলা। সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার সিডনিতেই।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৯৪ রান। জবাবে ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত (১৯৫-৪)। ম্যাচের সেরা হার্দিক।

১৯.৪ ওভার: শেষ ওভারে স্যামসের প্রথম বলে এল ২। দ্বিতীয় বলে হার্দিক মারলেন ৬। শেষ ৪ বলে দরকার ৬ রান। পরের বলে রান এল না। চতুর্থ বলে ছয় মেরে জেতালেন হার্দিক (২২ বলে নট আউট ৪৪)।

Advertisement

১৯ ওভার: হার্দিকের দাপটে ভারত পৌঁছল ১৮১ রানে। শেষ ওভারে ভারতের চাই ১৪ রান।

১৮ ওভার: ৪ উইকেটে ১৭০ রানে দাঁড়িয়ে ভারত। ১২ বলে চাই ২৫। জাম্পার ওভারে এল ১২ রান।

১৬.১ ওভার: বড় ধাক্কা। ফিরলেন বিরাট কোহালি (২৪ বলে ৪০)। ১৪৯ রানে পড়ল চতুর্থ উইকেট। কোহালির ক্যাচ ধরলেন উইকেটকিপার ম্যাথু ওয়েড।

১৬ ওভার: ভারত ১৪৯-৩। ২৪ বলে চাই ৪৬।

১৫ ওভার: উঠল ১৮ রান। ৩ উইকেটে ১৪১ ভারতের। বিরাট কোহালিকে দেখাচ্ছে চেজমাস্টারের মতে। সঙ্গে আছেন হার্দিক পান্ড্য। ৩০ বলে দরকার ৫৪ রান।

১৩.৪ ওভার: পড়ল তৃতীয় উইকেট। তুলতে গিয়ে সোজা লং-অফে ক্যাচ দিলেন সঞ্জু স্যামসন (১০ বলে ১৫)। দলীয় ১২০ রানে ফিরলেন তিনি।

১১.২ ওভার: মারতে গিয়ে ফিরলেন শিখর (৩৬ বলে ৫২)। জাম্পার বলে দিলেন ক্যাচ। ৯৫ রানে পড়ল দ্বিতীয় উইকেট।

১০.৪ ওভার: শিখরের পঞ্চাশ। যা এল ৩৪ বলে। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে।

৯ ওভার: ১ উইকেটে ৮১ ভারতের। ক্রিজে শিখর ধওয়ন (৪২) ও বিরাট কোহালি (৬)।

৫.২ ওভার: ফিরলেন লোকেশ রাহুল (২২ বলে ৩০)। টাইয়ের বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিলেন তিনি। ৫৬ রানে পড়ল ভারতের প্রথম উইকেট। তার আগে ৪.৫ ওভারে পঞ্চাশ পূর্ণ করেন রাহুল-শিখর।

৪ ওভার: ম্যাক্সওয়েলের ওভারে এল ১৯ রান। বিনা উইকেটে ভারত ৪৩।

৩ ওভার: বোর্ডে উঠল ২৪ রান। অ্য়ান্ড্রু টাই নো-বল করার পরই গতি পেল ইনিংস। ফ্রিহিটে ছয় মারলেন রাহুল।

১ ওভার: ধীরে-সুস্থে শুরু করল ভারত। উঠল ৫ রান।

ওপেন করতে নামলেন লোকেশ রাহুল ও শিখর ধওয়ন। বল হাতে তৈরি বাঁ-হাতি পেসার ড্যানিয়েল স্যামস।

অস্ট্রেলিয়ার ইনিংসকে গতি দিয়েছিলেন অধিনায়ক ম্য়াথু ওয়েড। তাঁর ৫০ এসেছিল মাত্র ২৫ বলে। প্রধানত তাঁর দাপটেই বড় রানের ভিত গড়েছিল অজিরা। ওয়েড (৩২ বলে ৫৮) ফেরার পর স্টিভ স্মিথ (৩৮ বলে ৪৬) টানলেন দলকে। এক সময় মনে হচ্ছিল, দুশোর ওপাশে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু ৩ রানের ফারাকে স্মিথ ও মোজেস অনরিক্সকে ফিরিয়ে ম্যাচে ফেরে ভারত। যদিও শেষ ওভারে ওঠে ১৭ রান।

ভারতীয় বোলারদের মধ্যে সেরা নটরাজন। ৪ ওভারে দিলেন মাত্র ২০ রান। নিলেন ২ উইকেট। তাঁকে মাত্র একবারই সীমানায় পাঠাতে পেরেছেন বিপক্ষ ব্যাটসম্যানরা। তবে হতাশ করলেন যুজভেন্দ্র চহাল (১-৫১) ও দীপক চাহার (০-৪৮)।

২০ ওভার: অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলল ১৯৪। টি-টোয়েন্টি সিরিজ জেতার জন্য ভারতের প্রয়োজন ১৯৫। মার্কাস স্টোয়নিসের ৭ বলে ১৬ রানের ইনিংসই দুশোর কাছাকাছি পৌঁছে দিল অস্ট্রেলিয়াকে। দীপক চাহারের শেষ ওভারে উঠল ১৭ রান। তিনি ৪ ওভারে দিলেন ৪৮ রান।

১৮.৩ ওভার: নটরাজনের বলে আউট মোজেস অনরিক্স (২৬)। উইকেটকিপার লোকেশ রাহুলকে ক্যাচ দিলেন তিনি। ডিআরএস নিয়েছিলেন মোজেস। কিন্তু লাভ হয়নি। ১৭১ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া। নটরাজন নিলেন তাঁর দ্বিতীয় শিকার।

১৭.৫ ওভার: ফিরলেন স্টিভ স্মিথ (৩৮ বলে ৪৬)। যুজভেন্দ্র চহালের বলে তাঁর ক্যাচ ধরলেন হার্দিক পান্ড্য। অবশ্য হার্দিকের হাত থেকেও ক্যাড পড়ে যাচ্ছিল। ১৬৮ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

১৭ ওভার: ৩ উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ১৫৯। ক্রিজে স্টিভ স্মিথ (৪০) ও মোজেস অনরিক্স (২০)।

১২.৪ ওভার: আউট গ্লেন ম্যাক্সওয়েল (২২)। শার্দূল ঠাকুরের বলে ওয়াশিংটন সুন্দরকে ক্যাচ দিলেন তিনি। ১২০ রানে তৃতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ক্রমশ লড়াইয়ে ফিরছে ভারত।

১২ ওভার: ২ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১১ রান। ক্রিজে স্টিভ স্মিথ (১৭) ও গ্লেন ম্যাক্সওয়েল (২২)।

৮ ওভার: ৭৫ রানে দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ঝোড়া ইনিংস খেলে ফিরলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। ওয়াশিংটন সুন্দরের বলে তিনি সহজ ক্যাচ দিয়েছিলেন বিরাট কোহালিকে। কোহালি ক্যাচ ফেললেও বল পাঠান উইকেটকিপারের দিকে। ওয়েড (৩২ বলে ৫৮) তখন ক্রিজের বাইরে।

৪.৩ ওভার: ৪৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ফিরলেন ডার্সি শর্ট (৯)। নটরাজনের বলে তাঁর ক্যাচ দুর্দান্ত ভাবে ধরলেন শ্রেয়াস আইয়ার।

৪ ওভার: ৪৬ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক ম্যাথু ওয়েড বিধ্বংসী ছন্দে।

১ ওভার: দীপক চাহারের ওভারে উঠল ১৩ রান।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিল ভারত। মাঠের একটা প্রান্তের বাউন্ডারি ছোট। যা রান তাড়া করার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল ভারত অধিনায়ক বিরাট কোহালিকে।

ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছিল। বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। তাঁর জায়গায় দলে এসেছিলেন শার্দূল ঠাকুর। রবীন্দ্র জাডেজা মাথায় বল লাগায় নেই, তাঁর জায়গায় প্রথম এগারোয়া এসেছিলেন যুজভেন্দ্র চহাল। আর মণীশ পাণ্ডের কনুইয়ে চোটের কারণে দলে এসেছিলেন শ্রেয়াস আইয়ার।

আরও পড়ুন: ব্যর্থ ঋদ্ধি-সহ ২ ওপেনার, রাহানের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ভারত এ​

আরও পড়ুন: কাশ্যপ, প্রণয় কোভিড পজিটিভ​

অস্ট্রেলিয়া দলেও হয়েছিল পরিবর্তন। অ্যারন ফিঞ্চ খেলছেন না। তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড। দলে এসেছেন ড্যানিয়েল স্যামস। তাঁর অভিষেক হল। খেলছেন অ্যান্ড্রু টাই। দলে নেই মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউড।

৩ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে ১-০ ফলে। রবিবার সিডনিতে জিতলে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরবে বিরাট কোহালির দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement