Ajinka Rahane

আবেগপ্রবণ নন, তবু সিরিজ জয়ের পর কেঁদে ফেলেছিলেন অজিঙ্ক রাহানে, রবি শাস্ত্রী

‘‘আমি সাধারণত খুব আবেগপ্রবণ নই। কিন্তু, ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ টেস্ট সিরিজ জয়ের পর আমি চোখের জল ধরে রাখতে পারিনি।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ২১:৫৪
Share:

ঐতিহাসিক সিরিজ জিতে আবেগ চেপে রাখতে পারেন নি রবি শাস্ত্রী ও রাহানে ছবি টুইটার

গাব্বায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর কান্না চেপে রাখতে পারেননি অজিঙ্ক রাহানে এবং রবি শাস্ত্রী। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক এবং কোচ।

Advertisement

ম্যাচ শেষে শাস্ত্রী বলেন, ‘‘আমি সাধারণত খুব আবেগপ্রবণ নই। কিন্তু, ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ টেস্ট সিরিজ জয়ের পর আমি চোখের জল ধরে রাখতে পারিনি।’’ তার সঙ্গে তিনি জানান, ‘‘একদিকে কোভিড পরিস্থিতি অন্যদিকে এত চোট। তার সঙ্গে ৩৬ রানে অল আউট হওয়ার পর এভাবে ঘুরে দাঁড়ান। এটা অবিশ্বাস্য।’’

শুধু রবি শাস্ত্রী নন, এই ম্যাচে অধিনায়কত্ব করা অজিঙ্ক রাহানেও আবেগপ্রবণ হয়ে পড়েন। রাহানে বলেন, ‘‘আমিও আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি এখনও জানি না কিভাবে এই সিরিজ জয়কে বর্ণনা করব। তবে, প্রত্যেককে কুর্নিশ, বিশেষ করে অ্যাডিলেড টেস্টের পর যারা দলে এসেছে সবাই অবদান রেখেছে।’’

Advertisement

এরপর রাহানে আরও বলেন, ‘‘প্রত্যেক নতুন ক্রিকেটারকেই কৃতিত্ব দেব। ঋষভ, নটরাজন, শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর এরা প্রত্যেকেই ব্যাটে ও বলে দলকে সাহায্য করেছে। চেতেশ্বর পূজারা রান পেয়েছে, অশ্বিন ভাল বল করলেও দুর্ভাগ্য ও তৃতীয় টেস্টে চোট পায়।’’

এর আগে গাব্বায় চতুর্থ ইনিংসে ২৩৬ এর বেশি রান করতে পারে নি কোন দলই। কিন্তু মঙ্গলবার ভারত ৩২৯ রান তাড়া করে তিন উইকেটে জয় পায়। ২০১৮-১৯ সালেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement