Mohammed Siraj

বাজল জাতীয় সঙ্গীত, চোখের জলে ভাসলেন সিরাজ

অ্যাডিলেডে প্রথম টেস্টে চোট পান মহম্মদ শামি। সিরিজ থেকেই ছিটকে যান তিনি। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে মেলবোর্নে অভিষেক ঘটে সিরাজের।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০৯:৪০
Share:

সিডনিতে সিরাজের চোখে জল। ছবি: সোশ্যাল মিডিয়া

বাবার মৃত্যুর খবর শুনেও দেশে ফেরেননি তিনি। বাবার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন দেশের জার্সি পরে। সেই স্বপ্ন সত্যি হয় মেলবোর্নে। ভারতের হয়ে অভিষেক ঘটে মহম্মদ সিরাজের। প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। সিডনির মাঠেও পেস বিভাগে দলের দায়িত্ব তাঁর কাঁধে। সেই সিরাজ তৃতীয় টেস্টে মাঠে নামার আগে জাতীয় সঙ্গীত শুনে আবেগে ভাসলেন।

Advertisement

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। ২ দল মাঠে এসে দাঁড়ায় জাতীয় সঙ্গীতের জন্য। ভারতের জাতীয় সঙ্গীতের সময় চোখের জল আটকাতে পারেননি সিরাজ। দু’হাত দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে। দেশের হয়ে খেলাটা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। সেই স্বপ্নের রাজপথে এগিয়ে চলেছেন সিরাজ।

অ্যাডিলেডে প্রথম টেস্টে চোট পান মহম্মদ শামি। সিরিজ থেকেই ছিটকে যান তিনি। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে মেলবোর্নে অভিষেক ঘটে সিরাজের। তৃতীয় টেস্টে উমেশ যাদবও নেই চোটের জন্য। যশপ্রীত বুমরার সঙ্গে এই মুহূর্তে ভারতের পেস অ্যাটাকের দায়িত্ব সিরাজের হাতে। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে ৩.১ ওভারে ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নারের দামি উইকেট।

Advertisement

আরও পড়ুন: মাঠে বেশি বন্ধুত্ব কেন, অস্ট্রেলিয়ার মনোভাব নিয়ে প্রশ্ন ম্যাকগ্রার

আরও পড়ুন: উত্তপ্ত হচ্ছে সম্পর্ক, পেনও মানছেন​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement