ঋষভ পন্থ। ছবি: সোশ্যাল মিডিয়া
সিডনির মাঠে ঋষভ পন্থের ইনিংস না থাকলে ঘুরে দাঁড়ানোর সাহসটাই হয়তো হারিয়ে ফেলতে ভারত। এক সময় মনে হয়েছিল পন্থ থাকলে ম্যাচটা জিতেও যেতে পারতো ভারত। সেই পন্থের ঘরেই ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা।
পন্থের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক রোহিতের। সিডনিতে ড্রয়ের পর পন্থের ঘরের ছবি তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়। সেই ছবি ইনস্টাগ্রামে স্টোরি হিসেবে দিয়ে ভারতীয় দলের সহ-অধিনায়ক লেখেন, ‘কিংবদন্তি ঋষভ পন্থের ঘর’।
চোটের পর রোহিতের প্রথম ম্যাচ ছিল সিডনিতেই। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়ে রাখলেন দলকে। অন্যদিকে অনেকদিন পর বড় রান পেলেন পন্থও। তাঁর ইনিংস আরও বেশি করে তাৎপর্যপূর্ণ কারণ প্রথম ইনিংসে ব্যাট করার সময় কনুইয়ে চোট পান পন্থ। উইকেটকিপিংও করতে পারেননি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। সেই অবস্থায় ব্যাট করতে নেমে ১১৮ বলে ৯৭ রানের মারকুটে ইনিংস নজর কেড়েছে সকলের।