প্রথম টেস্টে লজ্জার হারের পর, দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয়। অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে দল যেন হঠাৎ করেই খুঁজে পেয়েছে কোনও জাদুকাঠি। রাহানের শতরান এবং বোলারদের দাপট মেলবোর্নে জয় এনে দিয়েছে। সেই দলে কি পরিবর্তন করতে চাইবে টিম ইন্ডিয়া? রোহিত শর্মা তৃতীয় টেস্ট থেকে দলে ফিরছেন। তাঁকে বাইরে রাখা সম্ভব? দেখে নিন তৃতীয় টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
শুভমন গিল: অভিষেক টেস্টে তাঁর ব্যাটিং বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে শুভমনের দৌড় বেশ লম্বা হতে চলেছে। তরুণ পঞ্জাবতনয় পেয়েছেন অধিনায়ক রাহানের প্রশংসাও। তাঁকে বাদ দিয়ে নামতে চাইবে না ভারত। তৃতীয় টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে তাঁকেই।
রোহিত শর্মা: দলে ফিরছেন অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁকে বাইরে বসিয়ে রেখে নামা বেশ কঠিন। ময়াঙ্কের ফর্ম বেশ চিন্তায় রেখেছে ভারতকে। তাঁকে বসিয়ে অভিজ্ঞ রোহিতকে ওপেন করতে পাঠাতেই পারে টিম ইন্ডিয়া।
চেতেশ্বর পূজারা: গত অস্ট্রেলিয়া সফরে তিনি ছিলেন দলের সেরা ব্যাটসম্যান। এই সফরে এখনও সেই ভাবে রান না পেলেও তাঁকে বসানোর কোনও প্রশ্নই উঠছে না। দলের ব্যাটিং স্তম্ভ তিনি। ৩ নম্বরে থাকছেন পূজারাই।
অজিঙ্ক রাহানে: বিরাটের ৪ নম্বর পজিশনে নামার চাপ নিজের কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরি দলকে দাঁড় করিয়ে দিয়েছিল শক্ত জমির ওপর। দ্বিতীয় ইনিংসেও ম্যাচ জিতিয়ে তবে মাঠ ছেড়েছিলেন তিনি। অধিনায়ক রাহানেকে ফের দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। সিরিজের তৃতীয় টেস্ট জিততে পারলে ধোনির রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।
লোকেশ রাহুল: ফর্ম খারাপ যাচ্ছে হনুমা বিহারীর। তাঁর বদলে দলে সুযোগ পেতেই পারেন রাহুল। তাঁর মতো যে কোনও পজিশনে খেলার ক্ষমতা সব ক্রিকেটারের থাকে না। তাঁকে দলে পেলে ভারতের ব্যাটিং যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়।
ঋষভ পন্থ: তাঁর ঝোড়ো ইনিংস ভারতের ওপর থেকে চাপ সরিয়ে দিয়েছিল প্রথম ইনিংসে। উইকেটের পিছন থেকেও ভরসা জুগিয়েছেন দলকে। আপাতত বেশ কঠিন ঋদ্ধিমানের দলে জায়গা পাওয়া।
রবীন্দ্র জাডেজা: অলরাউন্ডার হিসেবে তিনি যে দলে কতটা কার্যকরী তা বোঝা গিয়েছে মেলবোর্নেই। হাফসেঞ্চুরি করেছেন, নিয়েছেন উইকেটও। তাঁকে ছাড়া তৃতীয় ম্যাচে নামতে চাইবে না ভারত।
রবিচন্দ্রন অশ্বিন: তাঁকে খেলতে অসুবিধায় পড়ছেন স্বয়ং স্টিভ স্মিথ। দলে থাকছেন তিনিও। অশ্বিনের স্পিনের জাদুতে আচ্ছন্ন অস্ট্রেলিয়া।
যশপ্রীত বুমরা: শামি নেই, উমেশ অনিশ্চিত। এমন অবস্থায় দলের পেস অ্যাটাকের ভার তাঁরই কাঁধে। তরুণ বোলারদের নিয়ে তিনি যে পেসের আগুন ছোটাচ্ছেন তাতেই হিমশিম খাচ্ছেন স্মিথরা।
মহম্মদ সিরাজ: অভিষেক ম্যাচেই নিয়েছেন ৫ উইকেট। তাঁর বোলিং মুগ্ধ করেছে অধিনায়ককেও। তৃতীয় ম্যাচে তাঁর জায়গা পাকা বলাই যায়।
টি নটরাজন: উমেশ চোটের জন্য বাদ পড়লে অভিষেক হতে পারে নটরাজনের। সাদা বলে তাঁর পারফর্ম্যান্স নজর কেড়েছিল। টেস্টেও তিনি সেই ধারাবাহিকতা দেখাতে পারেন কি না সেই দিকেই থাকবে নজর।