Navdeep Saini

বুমরা, অশ্বিনদের সঙ্গে চোটের লিস্টে নাম লেখালেন নবদীপ সাইনিও

২৮ বছরের সাইনি তখন নিজের অষ্টম ওভার করছিলেন। পঞ্চম বলটি করার সময় কুঁচকিতে চোট পান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১১:২৪
Share:

চোট পেলেন সাইনি। ছবি: বিসিসিআই-র টুইটার থেকে

চোট যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলের। শুক্রবার ব্রিসবেনে বল করার সময় কুঁচকিতে চোট পেলেন পেসার নবদীপ সাইনি। অনভিজ্ঞ ভারতীয় বোলিং আক্রমণ থেকে আরও একজনের কমে যাওয়া খুব স্বস্তি দিচ্ছে না অজিঙ্ক রাহানেকে।স্ক্যান করতে নিয়ে যাওয়া হল সাইনিকে।

Advertisement

২৮ বছরের সাইনি তখন নিজের অষ্টম ওভার করছিলেন। পঞ্চম বলটি করার সময় কুঁচকিতে চোট পান তিনি। ভারতীয় দলের তরফে বলা হয়, “কুঁচকিতে যন্ত্রণা রয়েছে বলে জানিয়েছে সাইনি। দলের ডাক্তাররা পরীক্ষা করেছেন সেই চোট।” সাইনি যদিও ওই বলটিতেই উইকেট পেতে পারতেন। তাঁর বল মার্নাস লাবুশানের ব্যাটে লেগে স্লিপে ক্যাচ যায়। কিন্তু রাহানে সেই ক্যাচ নিতে পারেননি। জীবন পান লাবুশানে।

সাইনির ওভারে বাকি ছিল ১ বল। সেই ওভার শেষ করেন রোহিত শর্মা। চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মাঠে ফিরে এসেছিলেন সাইনি। কিন্তু ফের মাঠ ছাড়েন তিনি। এই ম্যাচে ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে বেশি বলের গতি তাঁরই, লম্বা স্পেলে বল করার ক্ষমতাও রয়েছে তাঁর। গাব্বায় এমন একজন বোলারকে প্রথম দিনেই হারাতে হলে বিপদে পড়বে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement