India vs Australia

সুন্দর, শার্দুলে ভর করে ভারতের ৩৩৬, অস্ট্রেলিয়া এগিয়ে ৫৪ রানে

‘‘এই ভারতীয় দলকে বর্ণনা করার জন্য একটাই শব্দ ‘দবং’। দারুণ সাহসী। অতি সুন্দর ঠাকুর।’’ বললেন বীরেন্দ্র সহবাগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ০৯:১৭
Share:

টেস্টে হাফ সেঞ্চুরি ওয়াশিংটন, শার্দূলের। ছবি: টুইটার

দিনের খেলা সমাপ্ত | ৬ ওভার | অস্ট্রেলিয়া ২১/০ | তৃতীয় দিনের শেষে ভারতের থেকে ৫৪ রানে এগিয়ে শেষ করল অস্ট্রেলিয়া। আরও বড় লিড পেতে পারতো তারা। ওয়াশিংটন এবং শার্দুলের লড়াই সেটা হতে দেয়নি।

Advertisement

শুরু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।

ইনিংস সমাপ্ত। ১১১.৪ ওভার | ভারত ৩৩৬/১০ | অস্ট্রেলিয়ার থেকে ৩৩ রানে পিছিয়ে শেষ করল ভারত। দারুণ লড়াই নতুন ভারতের।

Advertisement

উইকেট | আউট সিরাজ। ভারত শেষ ৩৩৬ রানে।

উইকেট | আউট ওয়াশিংটন। এই উইকেটের অপেক্ষাতেই ছিল অস্ট্রেলিয়া। ১৪৪ বলে ৬২ রানের ইনিংস খেললেন অভিষেককারী।

উইকেট | আউট নবদীপ। শেষ পর্যন্ত হার মানলেন তিনি। ১৪ বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দিলেন নবদীপ।

১০৭ ওভার | ভারত ৩২০/৭ | শার্দুল ফিরলেও এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। রানের গতি বাধা পেলেও উইকেট ছুড়ে দেননি কেউই। ওয়াশিংটন (৬০ রানে অপরাজিত) এবং নবদীপের (৫ রানে অপরাজিত) ব্যাটে অস্ট্রেলিয়ার রান ছোঁয়ার চেষ্টা করছে ভারত।

উইকেট | আউট শার্দুল। ১১৫ বলে ৬৭ রানের রাজকীয় ইনিংস খেলে ফিরলেন তিনি। কামিন্সের বলে বোল্ড হলেন শার্দুল। তাঁর উইকেটের জন্য কতটা মরিয়ে ছিল অস্ট্রেলিয়া তা বোঝা যায় উইকেট নেওয়ার পর তাদের উৎসব দেখেই।

বিরেন্দ্র সহবাগ: এই ভারতীয় দলকে বর্ণনা করার জন্য একটাই শব্দ ‘দবং’। দারুণ সাহসী। অতি সুন্দর ঠাকুর।

ওয়াশিংটন ৫০* | অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি তাঁর। স্বপ্নের শুরু ওয়াশিংটনের।

শার্দুল ৫০* | লায়নের বলে ছয় মেরে পঞ্চাশ করলেন শার্দুল। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই টেস্টে প্রথম অর্ধশতরান তাঁর।

৯৩ ওভার | ভারত ২৭২/৬ | চা বিরতির পর ব্যাট করতে নেমে এখনও অস্ট্রেলিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে শার্দুল, ওয়াশিংটন। তাঁদের এই পার্টনারশিপ স্বস্তি দেবে ভারতকে।

চা বিরতি | ৮৭ ওভার | ভারত ২৫৩/৬ | লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। রিজার্ভ বেঞ্চ যে তৈরি তা বুঝিয়ে দিল ওয়াশিংটন এবং শার্দুলের ৬৭ রানের পার্টনারশিপ, যা এখনও অবধি সর্বাধিক এই ইনিংসে।

গ্লেন ম্যাকগ্রা: পূজারাকে বার বার একই ভাবে আউট করছে অস্ট্রেলিয়া। অফ স্টাম্পের বাইরে বল করলেই উইকেট পাচ্ছে। যদিও প্রতিটা বলই দুর্দান্ত।

নতুন বল নিল অস্ট্রেলিয়া।

৮০ ওভার | ভারত ২২৫/৬ | মাঠে যখন শার্দুল এবং ওয়াশিংটন ভরসা দিচ্ছে ভারতকে, তখন ড্রেসিংরুমে দেখা গেল নবদীপ সাইনিকে প্যাড পরে বসে আছেন। ব্যাট করতে নামবেন তিনি। সকাল নেটে বলও করেছেন। সাইনির ফিরে আসা ভারতকে কিছুটা ভরসা দেবে।

৭৫ ওভার | ভারত ২১৮/৬ | ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুরকে দলে নেওয়ার পিছনে মূল কারণ ছিল তাঁদের ব্যাটিং করার ক্ষমতা। সিদ্ধান্তটা যে খুব ভুল ছিল না তা প্রমাণ করছেন ২জনেই। পন্থ ফিরে যাওয়ার পর শার্দুল (১৪ রানে অপরাজিত) এবং ওয়াশিংটনে (২৩ রানে অপরাজিত) ভর করেই অস্ট্রেলিয়ার বিশাল রানের দিকে এগিয়ে চলেছে ভারত। ২জনে মিলে ইতিমধ্যে ৫টি চার এবং ১টি ছয় মেরেছেন।

দ্বিতীয় দিনের শেষ সেশন বৃষ্টির জন্য বাতিল হয়ে যাওয়ায় রবিবার আধ ঘন্টা আগে খেলা শুরু হয় ব্রিসবেনে। অস্ট্রেলিয়ার পেসারদের সামলে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ২ অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান। বিপদ ডেকে আনেন প্যাট কামিন্স। দুরন্ত এক বলে চেতেশ্বর পূজারাকে আউট করেন তিনি। অফ স্টাম্প লক্ষ করে ঢুকে আসা বলে, ব্যাট ছুঁয়ে যায় পূজারার (৯৪ বলে ২৫ রান)। টিম পেনের হাতে ধরা পড়েন তিনি।

পূজারা ফিরলেও ভারত লড়াই চালিয়ে যায়। ওপেনার হিসেবে এই সিরিজে বার বার ব্যর্থ হলেও ৫ নম্বরে নেমে শুরুটা খারাপ করেননি ময়াঙ্ক আগরওয়াল। অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি। কিন্তু ভুলটা করে ফেলেন রাহানে (৯৩ বলে ৩৭ রান)। মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লাঞ্চের আগে এই উইকেট না হারালে সেশনটা নিজেদের দখলে রাখতেই পারতো ভারত।

লাঞ্চ থেকে ফিরে দ্বিতীয় বলেই উইকেট দিয়ে দেন ময়াঙ্ক (৭৫ বলে ৩৮ রান)। জস হ্যাজেলউডের বলে স্লিপে ধরা পড়েন তিনি। ঋষভ পন্থের ওপরই ভরসা করছিল ভারত। কিন্তু টেল এন্ডারদের সঙ্গে ইনিংস গড়ার মতো মানসিকতা তাঁর এখনও তৈরি হয়েছে কি না সেই বিষয় প্রশ্ন উঠতেই পারে পন্থের আউট হওয়ার ধরন দেখে। হ্যাজেলউডের বাউন্সার ছেড়ে দেওয়ার বদলে স্লিপের মাথার ওপর দিয়ে পাঠাতে গেলেন পন্থ। কিন্তু ধরা পড়ে গেলেন ক্যামরন গ্রিনের হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement