India vs Australia

উমেশের বদলে নটরাজন, শেষ ২ টেস্টের দল ঘোষণা ভারতের

৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্টে ৩ নম্বর পেসার হিসেবে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের সঙ্গে কে দলে জায়গা করে নেন সেই দিকেই নজর থাকবে সমর্থকদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৭:০০
Share:

টেস্ট দলেও অভিষেক হবে নটরাজনের? ছবি: সোশ্যাল মিডিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি রয়েছে দুটি টেস্ট। সেই ২ টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ১৮ জনের দলে এলেন টি নটরাজন। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া উমেশ যাদবের জায়গায় বাঁহাতি এই পেসারকে দলে নিয়ে এল ভারত।

অস্ট্রেলিয়া সফরেই অভিষেক ঘটে নটরাজনের। একদিনের দলে প্রথম সুযোগ পান তিনি। সেই ম্যাচে ২ উইকেট নিয়ে নজর কাড়েন নটরাজন। এরপরে তাঁকে খেলানো হয় টি২০ সিরিজেও। ৩ ম্যাচে বাঁহাতি পেসার নেন ৬ উইকেট। তাঁর বোলিংয়ের প্রশংসা করেন প্রাক্তনরাও। এবার টেস্ট দলেও সুযোগ পেলেন তিনি। নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় আসা ২৯ বছরের নটরাজনের যেন স্বপ্নের দৌড় চলছে।

Advertisement

মহম্মদ শামির বদলে দলে এসেছেন শার্দূল ঠাকুর। ২০১৮ সালে টেস্ট অভিষেক ঘটলেও, মাত্র ১০ বল করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এবার ফের সুযোগ তাঁর সামনে। ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্টে ৩ নম্বর পেসার হিসেবে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের সঙ্গে কে দলে জায়গা করে নেন সেই দিকেই নজর থাকবে সমর্থকদের।

শেষ ২ টেস্টের ভারতীয় দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, টি নটরাজন এবং শার্দূল ঠাকুর।

Advertisement

আরও পড়ুন: দলে এসেই পূজারাকে সরিয়ে সহ-অধিনায়ক রোহিত শর্মা

আরও পড়ুন: রাজনাথকে চিঠি বাবুলের, কলকাতা ময়দান বন্ধ না রাখার আর্জি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement