শামির বদলে এর পর দলে জায়গা করে নেবেন নটরাজন? ছবি: সোশ্যাল মিডিয়া
টি২০ অভিষেকেই ৩ উইকেট। তাঁর বিষাক্ত ইয়র্কার নজর কেড়েছে প্রাক্তন ক্রিকেটারদেরও। টি নটরাজনের পারফরম্যান্স টি২০-তে চাপে ফেলে দেবে অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে, এমনই অভিমত প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের।
অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের শেষ ম্যাচে শামিকে বসিয়ে বিরাট কোহালি-সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে নিয়েছিল নটরাজনকে। অভিষেকের সেই ম্যাচে ভারতের হয়ে প্রথম উইকেটও নিয়েছিলেন তিনিই। নটরাজন ২ উইকেট নেন সেই ম্যাচে। এর পর শুক্রবার ক্যানবেরার মাঠে নটরাজনের অভিষেক ঘটে দেশের হয়ে টি২০ ম্যাচে। এ বার শামির বদলে বিশ্রাম দেওয়া হয় বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার বলে পরিচিত যশপ্রীত বুমরাকে। নটরাজন দুর্দান্ত পারফর্ম করেন। তাঁর কোটার ৪ ওভারে ৩ উইকেট নেন ৩০ রান দিয়ে। তাঁর এমন পারফরম্যান্স দেখেই প্রাক্তন ক্রিকেটার মঞ্জরেকর বলেছেন, “টি২০ বোলার হিসেবে শামির ওপর চাপ বাড়িয়ে দিল নটরাজন। বুমরার সঙ্গে এর পর ওকেই দলে নিতে চাইবে ভারত।”
২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নটরাজনের। সদ্যসমাপ্ত আইপিএলে নিখুঁত ইয়র্কার দেওয়ার কারণেই নজরে এসেছিলেন তিনি। শুক্রবার মিচেল স্টার্ককে যে ডেলিভারিতে আউট করেছেন নটরাজন, সেই ইয়র্কার আরও স্পষ্ট করে দিয়েছে কেন তাঁকে বুমরার জায়গায় দলে নিয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: কনকাশন সাব, কোহালিদের পাশে গাওস্কর