গুরুপ্রণাম বাবার, লঙ্কা জয় ছেলের

প্রথম কোচকে সম্মান জানানোর ছবি টুইটারে পোস্ট করে সচিন লিখেছেন, ‘‘আমাদের উন্নতির পিছনে যাঁদের অবদান রয়েছে, এই দিনটি তাঁদেরই সম্মান জানানোর। আচরেকর স্যর, আপনার সাহায্য ছাড়া এই জায়গায় পৌঁছতাম না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৪:৪৮
Share:

গুরু-শিষ্য: গুরুপূর্ণিমায় রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধা সচিনের। টুইটার

প্রথম কোচের শিক্ষা যে আজও তাঁকে অনুপ্রাণিত করে তা আরও এক বার বুঝিয়ে দিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। গুরুপূর্ণিমার রাতে নিজের প্রথম কোচ রমাকান্ত আচরেকরের বাড়িতে গিয়ে তাঁর আশীর্বাদ নিতে ভোলেননি সচিন তেন্ডুলকর।

Advertisement

প্রথম কোচকে সম্মান জানানোর ছবি টুইটারে পোস্ট করে সচিন লিখেছেন, ‘‘আমাদের উন্নতির পিছনে যাঁদের অবদান রয়েছে, এই দিনটি তাঁদেরই সম্মান জানানোর। আচরেকর স্যর, আপনার সাহায্য ছাড়া এই জায়গায় পৌঁছতাম না।’’

শুক্রবারই আবার হাম্বানটোটায় যুব টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ইনিংস ও ১৪৭ রানে হারাল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। একই সঙ্গে তারা সিরিজও জিতল ২-০ ব্যবধানে। সেই দলের অন্যতম সদস্য সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। অর্জুনের প্রথম গুরু তাঁর বাবা। তাই গুরু পূর্ণিমার দিনে জয় দিয়েই তাঁর প্রথম কোচকে গুরুদক্ষিণা দিতে ভুললেন না সচিন-পুত্র অর্জুন।

Advertisement

উচ্ছ্বাস: সিরিজ জয়ী অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সঙ্গে অর্জুন তেন্ডুলকর (সামনে ডান দিক থেকে তৃতীয়)। টুইটার

শুক্রবার যুব টেস্টের চতুর্থ দিনে বাঁ হাতি স্পিনার সিদ্ধার্থ দেশাইয়ের দাপটে অনায়াসে জয় ছিনিয়ে নিল ভারত। সিদ্ধার্থের পরিসংখ্যান ২০-৬-৪০-৪। যার সুবাদে ফলো-অন বাঁচাতে ব্যর্থ শ্রীলঙ্কা। ১৫০ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। দু’টি করে উইকেট পেয়েছেন অফস্পিনার আয়ুষ বাদোনি ও যতীন মাঙ্গওয়ানি। অর্জুনের প্রাপ্তি একটি উইকেট।

শ্রীলঙ্কার ঘরের মাঠে প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৬১৩ রান তুলে ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে ৩১৬ রানে প্রথম ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। ম্যাচে ভারতীয় বোলারদের দাপট এতটাই বেশি ছিল যে, দুই ইনিংস মিলিয়েও সেই রান তুলতে পারেননি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement