India tour of Australia

ফের সচিনের রেকর্ড ভাঙার মুখে কোহালি

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানে পৌঁছে ছিলেন সচিন। সেই রেকর্ডই ভাঙার সামনে কোহালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৫:১৪
Share:

বুধবার কি সচিনকে টপকে যেতে পারবেন কোহালি?

রবিবার সিডনিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছিলেন ২২ হাজার রানে। বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচেও ফের সচিনের রেকর্ড ভাঙার দোরগোড়ায় বিরাট কোহালি।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানে পৌঁছে ছিলেন সচিন। ৩০৯ ম্যাচে ৩০০তম ইনিংসে তিনি পৌঁছেছিলেন ১২ হাজারে। সেই রেকর্ডই ভাঙার সামনে বিরাট। ২৫০ ম্যাচে ২৪১ ইনিংসে তাঁর রান এখন ১১,৯৭৭। আর ২৩ রান করলেই ১২ হাজার রানে পৌঁছবেন তিনি। বুধবার ক্যানবেরার মানুকা ওভাল মাঠে বিরাট এই কীর্তি করলে তা হবে ২৫১ ম্যাচে ও ২৪২ ইনিংসে। যা সচিনের থেকে অনেকটাই কম।

সার্বিক ভাবে বিরাট কোহালি হবেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার। সচিন ছাড়া বাকিরা হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচে, ৩১৪ ইনিংসে), শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (৩৫৯ ম্যাচে, ৩৩৬ ইনিংসে), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচে, ৩৭৯ ইনিংসে) ও শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৪২৬ ম্যাচে, ৩৯৯ ইনিংসে)।

Advertisement

আরও পড়ুন: কেকেআর বিনিয়োগ করতে চলেছে আমেরিকার মেজর ক্রিকেট লিগে​

আরও পড়ুন: কোহালির সঙ্গে তুলনা কেমন লাগে? বাবর আজম বললেন...

Advertisement

কোহালি আরও এক রেকর্ডের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৯ সেঞ্চুরি করেছিলেন সচিন। মাস্টার ব্লাস্টারের সেই কীর্তি স্পর্শ করতে ভারত অধিনায়কের প্রয়োজন একটি সেঞ্চুরির। সিডনিতে রবিরারই সচিনকে স্পর্শে করার দিকে এগিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত থামেন ৮৯ রানে। ফেরেন দুরন্ত ক্যাচে। এখনও পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটে ৪৩ সেঞ্চুরি করেছেন কোহালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement