Sourav Ganguly

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট, ওয়ান ডে ও টি ২০ সিরিজ খেলবে ভারত, বললেন সৌরভ

মঙ্গলবার অনলাইনে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান বিসিসিআই প্রেসিডেন্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৯:১৪
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফর শুরু করার আগেই ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের দামামা বেজে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি২০ ম্যাচের সিরিজ ছাড়াও টেস্ট এবং একদিনের ম্যাচের সিরিজও খেলবে ভারত।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে দিন-রাতের টেস্ট খেলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সৌরভ বলেন, “ইংল্যান্ড ভারতে এসে ৪টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি ২০ ম্যাচ খেলবে। কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এমন সময় আমাদের সাবধান থাকতে হবে। তবে দুই দলের সিরিজে খুব অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।” মঙ্গলবার অনলাইনে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান বিসিসিআই প্রেসিডেন্ট।

চলতি বছর দেশের বাইরে আইপিএল আয়োজন করলেও, ইংল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ভারতেই হবে বলে জানিয়েছেন সৌরভ। শুধু তাই নয় পরের বছরের আইপিএলও তিনি ভারতের মাঠেই আয়োজন করতে চান। সৌরভ বলেন, “আমি সব সময়ে বলে এসেছি আইপিএল ভারতের টুর্নামেন্ট। ভারতের মাটিতে হলে তবেই বোঝা যায় আইপিএল ভারতীয়দের কাছে কতটা জনপ্রিয়।”

Advertisement

আরও পড়ুন: দশকের সেরা ক্রিকেটারের তালিকায় বিরাট, নেই ধোনি-রোহিত

আরও পড়ুন: স্মিথকে আউট করার উপায় জানালেন সচি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement