ফাইল চিত্র।
দীর্ঘ পাঁচ দশক পরে ডেভিস কাপ ফিরছে দিল্লি জিমখানার কোর্টে। শুক্র ও শনিবার সেখানে ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ডেনমার্ক। ঘাসের কোর্টে ম্যাচ শুরু হওয়ার আগেই ডেনমার্ক শিবির এগিয়ে রেখেছে ভারতকেই। কারণটা অবশ্যই, তাদের সেরা খেলোয়াড় হোলগার রিউনের ছিটকে যাওয়া। বিশ্বের ৯০ নম্বর খেলোয়াড় রিউন ২০১৯ সালে ফরাসি ওপেনে জুনিয়র বিভাগে
চ্যাম্পিয়ন হয়েছিলেন।
এ দিন যে ক্রীড়াসূচি হল লটারি করে, তা অনুযায়ী শুক্রবার প্রথম সিঙ্গলসে মুখোমুখি হবেন রামকুমার রমানাথন (এটিপি ক্রমপর্যায়ে ১৭০ নম্বর) বনাম ক্রিশ্চিয়ান সিগসগার্ড (এটিপি ক্রমপর্যায় ৮২৪)। দ্বিতীয় সিঙ্গলসে য়ুকি ভামব্রি-র (৫৯০) প্রতিপক্ষ মিকায়েল তর্পেগার্ড (৩০৫)। শনিবার দিনের শুরুতে ডাবলসে রোহন বোপান্না-দ্বিবীজ শরণ জুটি খেলবেন জোহানেস ইনগিল্ডসেন-ফ্রেডরিক নিয়েলসেনের বিরুদ্ধে। তার পরে তৃতীয় সিঙ্গলসে রামকুমার খেলবেন তর্পেগার্ডের বিরুদ্ধে। চতুর্থ সিঙ্গলসে য়ুকির প্রতিপক্ষ সিগসগার্ড।
ডেনমার্ক ঘাসের কোর্টে তাদের সেরা খেলোয়াড়ের অবর্তমানে ভারতকে এগিয়ে রাখলেও ভারতের অক্রীড়ক অধিনায়ক রোহিত রাজপাল বলেছেন, ‘‘ডেনমার্ক তাদের সেরা খেলোয়াড়ের অনুপস্থিতিতেও ম্যাচ বার করার ক্ষমতা রাখে। তবে আমরা নিজেদের শক্তি নিয়েই মনোনিবেশ করছি বেশি। এটাই আমাদের রণনীতি।’’ যোগ করেছেন, ‘‘ঘাসের কোর্টে আমাদের ছেলেরা কিছুটা সুবিধা পাবে। রামকুমার এখানে অনুশীলন করেছে বহুদিন।’’