মিশন অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়া
Australia

স্মিথদের দেশেই সুস্থতার লড়াই ঋদ্ধির

টেস্টের জন্য ১১ ডিসেম্বর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত‌। এই ম্যাচে নামানোর চেষ্টা হবে ঋদ্ধিকে। সূত্রের খবর, গত সাত দিনের রিহ্যাবে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন ঋদ্ধি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৪:০৪
Share:

যাত্রা: অস্ট্রেলিয়ার উড়ানে ঋদ্ধির সঙ্গে নেট বোলার ঈশান পোড়েল। টুইটার

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন ঋদ্ধিমান সাহা। এ বারে যে-হেতু করোনাবিধির কারণে ১৪ দিনের নিভৃতবাস পর্ব রয়েছে, টেস্ট দলের সদস্যদেরও একই সঙ্গে পাঠানো হল বুধবার।

Advertisement

অস্ট্রেলিয়াগামী উড়ানে ছিলেন ঋদ্ধিও। স্টিভ স্মিথদের দেশে পৌঁছে চলবে তাঁর রিহ্যাব। প্রথমে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবে। প্রথম টেস্ট অ্যাডিলেডে দিনরাতের। শুরু হবে ১৭ ডিসেম্বর। এক মাসেরও উপরে সময় হাতে রয়েছে। তাই ঋদ্ধিকে সুস্থ করে তোলার মরিয়া

চেষ্টা চলবে। শোনা গিয়েছে, দুই পায়েই চোট রয়েছে ঋদ্ধির। দারুণ ছন্দে থাকলেও এই চোটের জন্যই সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে প্লে-অফে খেলতে পারেননি বঙ্গ উইকেটকিপার। হায়দরাবাদের অস্ট্রেলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলে গিয়েছিলেন, পেশি ছিঁড়েছে ঋদ্ধির। পেশি ছিঁড়লে যে সেরে উঠতে সময় লাগবে, সন্দেহ নেই। তবে ভারতীয় টেস্ট দল ভীষণ ভাবেই ঋদ্ধি-নির্ভর। লাল বলে উইকেটের পিছনে তাঁর নিরাপদ হাত পেতে চাইবে দল। তার উপরে এমনিতেই বিরাট কোহালি শুধু প্রথম টেস্ট খেলে ফিরে আসছেন বলে ভারতীয় দল এ বারে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

টেস্টের জন্য ১১ ডিসেম্বর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত‌। এই ম্যাচে নামানোর চেষ্টা হবে ঋদ্ধিকে। সূত্রের খবর, গত সাত দিনের রিহ্যাবে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন ঋদ্ধি। হাঁটতে সমস্যা হচ্ছে না। যদিও কবে দৌড় শুরু করতে পারবেন, সেটাই আসল ব্যাপার। ভারতীয় দল প্রথম তাঁবু ফেলছে সিডনিতে। সেখানে ১৪ দিনের নিভৃতবাস পর্বের মধ্যেও অনুশীলন করতে পারবেন কোহালিরা।

তবে মঙ্গলবার আইপিএল জেতা রোহিত শর্মা দলের সঙ্গে যাননি। তাঁরও হ্যামস্ট্রিংয়ে চোট। যে কারণে প্রথমে তাঁকে অস্ট্রেলিয়াগামী তিনটি দলের কোনওটাতেই রাখা হয়নি। তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। টেস্ট দলে যুক্ত করা হয়েছে রোহিতকে। তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন। চোট পাওয়া পেসার ইশান্ত শর্মা এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সুস্থ হয়ে উঠতে পারলে তাঁকে টেস্ট দলে ডাকা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement