Cricket

পুনমের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

টি টোয়েন্টি ক্রিকেটে ১৩২ রান একদমই বেশি নয়। ম্যাচ জিততে হলে উইকেট নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতের কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৭
Share:

পুনম যাদব ভাঙলেন অস্ট্রেলিয়ার ইনিংস। ছবি— এএফপি।

পুনম যাদবের ভেল্কিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। শুক্রবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শেফালি ভার্মা (২৯), দীপ্তি শর্মা (৪৯) রান পাওয়ায় ভারত ২০ ওভারে করে চার উইকেটে ১৩২ রান। স্মৃতি মান্ধানা করেন মাত্র ১০ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর ২ রানের বেশি করতে পারেননি।

Advertisement

টি টোয়েন্টি ক্রিকেটে ১৩২ রান একদমই বেশি নয়। ম্যাচ জিততে হলে উইকেট নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতের সামনে। দিনের শেষে হরমনপ্রীতের মুখে হাসি ফোটান পুনম। তাঁর স্পিনে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। পুনমের গুগলি, ফ্লাইট বুঝতেই পারেননি অজি ব্যাটসম্যানরা।

আরও পড়ুন: তা হলে উইকেটের পিছনে সেরা হয়ে লাভ কী! ঋদ্ধি সমর্থনে ক্ষোভ উগরে দিলেন হর্ষ ভোগলে

Advertisement

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র হিলি ৫১ রান করেন। পুনমের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হিলির পাশাপাশি গার্ডনারও (৩৪) রান পান। বাকিরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।

এ দিন হ্যাটট্রিকও করতে পারতেন পুনম। হেইনস ও পেরিকে পর পর দু’বলে ফেরানোর পরে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু জোনাসেনের সহজ ক্যাচ ফেলে দেন উইকেটকিপার ভাটিয়া। দিনের শেষে পুনমের নামের পাশে লেখা ৪-০১৯-৪। শিখা পাণ্ডে নেন ৩টি উইকেট। অজিদের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে।

আরও পড়ুন: সৌরভ-মনোজকে ধন্যবাদ জানিয়ে ক্রিকেট থেকে অবসর নিলেন প্রজ্ঞান ওঝা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement