সতীর্থের প্রশংসায় উচ্ছ্বসিত কোহালিতে মুগ্ধ নেটাগরিকরা। ছবি: পিটিআই।
ভারতীয় দলের সেরা ফিল্ডার কে? এই বিতর্কে জল ঢাললেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহালি।
সোশ্যাল মিডিয়ায় এক প্রশ্নোত্তরে তাঁর কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। ৩১ বছর বয়সি কোহালি নিজে দুর্দান্ত ফিল্ডার। স্লিপেই হোক বা আউটফিল্ড, ফিল্ডিংয়ের মাধ্যমে সতীর্থদের কাছে উদাহরণ হয়ে ওঠেন তিনি। কোহালির মতোই ফিল্ডার হিসেবে নিজেকে চিনিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। টেস্টই হোক বা সাদা বলের ক্রিকেট, ‘স্যর’ জাডেজা বিদ্যুৎ গতিতে ফিল্ডিং করেন। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙা হোক বা চোখ ধাঁধানো ক্যাচ, জাতীয় দলের ফিল্ডিংকে অনেক বেশি তীক্ষ্ণ দেখায় বাঁ-হাতির উপস্থিতিতে।
আরও পড়ুন: ক্রিকেটার হিসাবে যাঁদের অপছন্দ করতেন, এখন তাঁদেরই এক জন ইরফান!
ইনস্টাগ্রামে এই বিষয়ে শুরু হয়েছিল তর্ক। জাতীয় দলের সেরা ফিল্ডার কে, কোহালি না জাডেজা, তা জানতে চাওয়া হয়েছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। প্রশ্ন রাখা হয়েছিল, “নিজের জীবন বাঁচাতে যদি স্টাম্পে বল মারতে হয়, তবে কাকে আপনারা বেছে নেবেন— জাড্ডু না বিরাট?” এই বিতর্কে দ্রুত দাঁড়ি টেনে দেন স্বয়ং বিরাট। তিনি জবাবে লেখেন, “জাড্ডু। প্রতি বারই। ব্যস, বিতর্ক শেষ।”
আরও পড়ুন: ‘তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা এখন কোহালিই’
যে ভাবে জাতীয় দলের সতীর্থের প্রশংসায় উচ্ছ্বসিত দেখাল কোহালিকে, তা প্রশংসিত হচ্ছে নেটদুনিয়ায়।