বিরাট কোহালির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পেয়েই কামাল করেছেন অজিঙ্ক রাহানে। অ্যাডিলেডে লজ্জার হারের বদলা নিয়েছেন মেলবোর্নে। টেস্ট সিরিজে সমতা ফেরানোর পর এ বার অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের পতাকা ওড়াতে চাইবেন অজিঙ্করা। উমেশের চোটে দলে পরিবর্তন হতই। দেখে নিন সিডনিতে তৃতীয় টেস্টের প্রথম একাদশে কেমন হল।
শুভমন গিল: অভিষেক টেস্টে তাঁর পারফরম্যান্সই দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক স্তরেও লম্বা রেসের ঘোড়া শুভমন। অধিনায়ক রাহানের প্রশংসাও আদায় করে নিয়েছেন তরুণ পঞ্জাবতনয়। ওপেনার হিসেবেই ফের সিডনির ময়দানে নামবেন তিনি।
রোহিত শর্মা: চোট সারিয়ে ফের টিম ইন্ডিয়ায় হিট-ম্যান। রিজার্ভ বেঞ্চে নয়, শুভমনকে পাশে নিয়ে ওপেনিং করতে নামবেন রোহিত। ময়াঙ্ক আগরওয়ালের খারাপ ফর্মের পর রোহিতকে প্রথম একাদশের বাইরে রাখতে চাননি টিম ম্যানেজমেন্ট। রোহিতের অভিজ্ঞতাও তৃতীয় টেস্টে কাজে আসবে বলেই মনে করেন টিম ইন্ডিয়ার ফ্যানেরা।
চেতেশ্বর পূজারা: গত অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার সেরা ব্যাটসম্যান ছিলেন। তবে চলতি সফরে এখনও পর্যন্ত সেই পারফরম্যান্স দেখাতে পারেননি পূজারা। তা সত্ত্বেও তিন নম্বরে তাঁকে বসানোর প্রশ্নই ওঠে না। আর কে না জানেন, পূজারা এক বার ক্রিজে জমে গেলে রানের পাহাড় গ়ড়তে পারেন!
অজিঙ্ক রাহানে: প্রথম টেস্টের পর বিরাট কোহালি দেশে ফিরে যাওয়ায় বহু ক্রিকেট-পণ্ডিতই জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। তবে মেলবোর্নে সে সমস্ত ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত করেছেন অধিনায়ক অজিঙ্ক। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দলকে মজবুত জমি তৈরি করে দিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় টেস্ট জিতে এ বার সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন অজিঙ্ক।
হনুমা বিহারী: টিম ইন্ডিয়ায় চোটগ্রস্তদের তালিকায় নয়া সংযোজন লোকেশ রাহুল। প্রথমে মনে করা হয়েছিল হনুমা বিহারীর জায়গায় তিনি দলে ঢুকতে পারেন। তবে তেমন কিছু হয়নি। দলে নেওয়া হয়েছে হনুমাকেই। ব্যাটিংয়ের পাশাপাশি অফ-ব্রেকও করতে পারেন। তবে খুব একটা ভাল ফর্মে নেই তিনি।
ঋষভ পন্থ: ঋদ্ধিমান সাহার বদলে দলে এলেও মেলবোর্নে বড় রান করতে পারেননি। তবে প্রথম ইনিংসে তাঁর ঝোড়ো ব্যাটিং ভারতকে চাপমুক্ত করেছিল। উইকেটের পিছন থেকেও ভরসা জুগিয়েছেন ঋষভ। ফলে আপাতত ঋদ্ধিমানের দলে জায়গা পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন অনেকে।
রবীন্দ্র জাডেজা: অলরাউন্ডার হিসেবে তিনি যে বহু হিসেব উল্টে দিতে পারেন, তা বুঝিয়ে দিয়েছেন মেলবোর্নেই। হাফসেঞ্চুরি করেছেন, উইকেটও নিয়েছেন। ফলে সিডনিতে তৃতীয় টেস্টেও দলে জাডেজা।
রবিচন্দ্রন অশ্বিন: অস্ট্রেলীয়দের অনেকেই অশ্বিনের ঘূর্ণিতে ঘুরপাক খেয়েছেন। স্বয়ং স্টিভ স্মিথও তাঁকে সামলাতে নাস্তানাবুদ হয়েছেন। বিদেশির মাটিতে টেস্ট জয়ের জন্য টিম ইন্ডিয়া অন্যতম সেরা বাজি হতে পারেন অশ্বিন।
যশপ্রীত বুমরা: শামি নেই, উমেশ ছিটকে গিয়েছেন। চোট-আঘাতে জর্জরিত পেস অ্যাটাকে প্রধান দায়িত্ব এ বার বুমরার কাঁধে। সিডনির পিচেও তাঁর আগুনে বোলিংয়ের অপেক্ষায় থাকবে টিম ইন্ডিয়া।
মহম্মদ সিরাজ: অভিষেক ম্যাচেই ঝুলিতে পুরেছেন ৫ উইকেট। সিরাজের বোলিং মুগ্ধ অধিনায়ক অজিঙ্কও। তৃতীয় ম্যাচেও তাঁর কাছ থেকে একই পারফরম্যান্স আশা করছে টিম ম্যানেজমেন্ট।
নবদীপ সাইনি: শার্দূল ঠাকুর বা টি নটরাজন নন। সিডনির পিচে প্রথম একাদশে ঢুকে পড়লেন সাইনি। টেস্ট অভিষেকেই সিরিজের অত্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে অনেকটাই দায়িত্বও বেড়ে গেল তাঁর।