রোহিত শর্মা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন রোহিত। ফলে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে রোহিতকে রেখেই দল সাজাচ্ছে ভারত।
শিখর ধবন: টি২০ ফর্ম্যাটে সব সময়ই ভয়ঙ্কর শিখরের চওড়া ব্যাট। প্রথম টি২০ তেও ‘গব্বর’-র ব্যাট থেকে বেড়িয়েছিল ৮০ রানের ইনিংস।
বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস বিরাট।
শ্রেয়স আইয়ার: প্রথম টি২০-র মতো রাজকোটে দ্বিতীয় টি২০-তেও শ্রেয়সকে নিয়েই দল সাজাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার হার্দিক। ব্যাট ও বল হাতে বহু ক্ষেত্রেই নিজের অবদান রেখেছেন এই তরুণ ক্রিকেটার।
মহেন্দ্র সিংহ ধোনি: ধোনিকে ছাড়া ভারতীয় দল ভাবা এই মুহূর্তে সম্ভব নয়।
অক্ষর পটেল: প্রথম টি২০ ম্যাচে ভারতের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল অক্ষরের। ফলে অক্ষরকে বাদ দিয়ে দ্বিতীয় টি২০ ম্যাচে নামার কথা ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
যুজবেন্দ্র চাহাল: চাহালকে রেখেই দল নামানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
জসপ্রীত বুমরা: কিউয়িদের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন জসপ্রীত। টি২০ ম্যাচেও জসপ্রীত ভারতের অন্যতম হাতিয়ার।
ভুবনেশ্বর কুমার: দ্বিতীয় টি২০-তেও ভুবিকে রেখেই দল সাজাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
মহম্মদ সিরাজ: প্রথম টি২০ ম্যাচে সুযোগ না পেলেও, দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতের জার্সি গায়ে অভিষেক হতে পারে এই ফাস্ট বোলারের।