বিশ্বকাপ ব্যর্থতার ময়না-তদন্ত নয়

বৈঠকের পরে সাংবাদিকদের রাই বলেছেন, ‘‘ব্যর্থতা নিয়ে পর্যালোচনার সময় কোথায়?’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০৪:২৫
Share:

বিনোদ রাইয়ের। ফাইল চিত্র

এ বার বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরে অনেকেই আশা করেছিলেন, ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে ময়না-তদন্ত হবে। সে সব কিছুই হচ্ছে না। শুক্রবার তা স্পষ্ট করে দিলেন সুপ্রিম কোর্ট মনোনীত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) প্রধান বিনোদ রাই। যা নিয়ে আর এক প্রস্ত বিতর্ক হতে পারে।

Advertisement

এ দিনই রাজধানীতে বৈঠকে বসেছিলেন সিওএ-র তিন সদস্য বিনোদ রাই, ডায়ানা এডুলজি এবং রবি থোগড়ে। তা ছাড়া ছিলেন অ্যামিকাস কিউরে পি এস নরসিংহ। বৈঠকের পরে সাংবাদিকদের রাই বলেছেন, ‘‘ব্যর্থতা নিয়ে পর্যালোচনার সময় কোথায়?’’ প্রসঙ্গত ২৯ জুলাই ভারতীয় দল রওনা হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিওএ প্রধান বলেছেন, ‘‘ভারতীয় দলের সাপোর্ট স্টাফ এবং ম্যানেজারের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। তার জন্য অপেক্ষা করতে হবে।’’

লোঢা কমিটির নির্দেশ মেনে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সংস্থাগুলির নির্বাচন সেরে ফেলতে হবে। তা নিয়েই এ দিন বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান। রাই বলেছেন, ‘‘সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে নির্বাচন শেষ করে ফেলতে হবে। সেই প্রক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তা নিয়ে কথাবার্তা হয়েছে। তারই সঙ্গে অ্যামিকাস কিউরে সু্প্রিম কোর্টের কাছে আবেদন করবেন, এরই সঙ্গে যুক্ত স্বার্থ সংঘাত সংক্রান্ত বিষয়গুলি নিয়েও দ্রুত সিদ্ধান্ত জানাতে।’’

Advertisement

প্রসঙ্গত ক্রিকেট পরামর্শদাতা কমিটি থেকে সচিন তেন্ডুলকর আগেই সরে গেলেও বাকি দুই সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভি ভি এস লক্ষ্মণের ভূমিকা নিয়ে খুশি হতে পারেননি বোর্ডের এথিক্স অফিসার ডি কে জৈন। গত মাসেই জৈন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বোর্ডের সংবিধানের ধারা তুলে জানিয়ে দেন, একই সময়ে কোনও ব্যক্তি একের বেশি পদে থাকতে পারবেন না। এথিক্স অফিসার তাই স্পষ্ট ভাবে জানতে চান, আইপিএল অথবা উপদেষ্টা কমিটি—যে কোনও একটি পদকে বেছে নিতে হবে তাঁদের। এবং তা নিয়ে তাঁদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনও মতামত জানায়নি।

এ দিকে, ভারত অধিনায়ক বিরাট কোহালি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন রাই। তিনি জানিয়েছেন, সব সংবাদ মাধ্যমের ‘বানানো গল্প’। সোশ্যাল মিডিয়াতেও বিরাট এবং রোহিতের মধ্যে ঠান্ডা যুদ্ধ নিয়ে জল্পনা চলছিল। সংবাদ মাধ্যমের একটি অংশে বলা হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হারের পরে দু’জনের মধ্যে ঝামেলা হয়। ভারতের দুই সেরা ব্যাটসম্যানের মধ্যে সমস়্যা আছে কি না জানতে চাইলে রাই বলেন, ‘‘এ সব গল্প আপনারাই তৈরি করেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement