Pink Ball Test

সামনে আরও এক পিঙ্ক বল টেস্ট, কোহালিদের স্মৃতিতে উজ্জ্বল ইডেনের জয়

দেখতে দেখতে ইডেনের পিঙ্ক বল টেস্টের পর কাটল এক বছর। এ বার ভারত আরও একটা পিঙ্ক বল টেস্ট খেলার সামনে। আইপিএলের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ২০:০৫
Share:

মায়াবী ইডেন। -ফাইল চিত্র।

কেটে গেল এক বছর! গত বছরের ২২ নভেম্বর গোলাপি স্রোতে ভেসে গিয়েছিল ইডেন গার্ডেন্স। গোলাপি বলে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হয়েছিল ক্রিকেটের নন্দনকাননে। ৩ দিনেই শেষ হয়ে গিয়েছিল ঐতিহাসিক সেই টেস্ট। বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। দু'ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতে নিয়েছিল ২-০ ফলে।

Advertisement

গোলাপি বলের টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের সামলাতে পারেনি মুমিনুল হকের দল। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১০৬ রানে। ৩০.৩ ওভারের বেশি ব্যাটই করতে পারেননি মাহমুদুল্লাহরা। প্রথম ইনিংসে ইশান্ত শর্মা ৫টি উইকেট নেন। জবাবে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। বিরাট কোহালি ১৩৬ রানের ইনিংসে মন ভরিয়ে দেন ক্রিকেটপ্রেমীদের। কোহালির ব্যাটিং দেখে মনেই হয়নি পিঙ্ক বলে জুজু রয়েছে। চেতেশ্বর পূজারা করেছিলেন ৫৫ রান, অজিঙ্কে রাহানে করেন ৫১ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অবশ্য প্রথম ইনিংসের থেকে ভাল দেখিয়েছিল। তবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন একমাত্র মুশফিকুর রহিম। ৭৪ রান করেছিলেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৯৫ রানে। ইনিংসে হারের লজ্জা সঙ্গী হয় বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে দাপট দেখান উমেশ যাদব (৫-৫৩) ও ইশান্ত শর্মা (৪-৫৬)। ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ইশান্ত শর্মা।

Advertisement

আরও পড়ুন: ‘গাওস্কর তো মাসের পর মাস ছেলের মুখই দেখেনি’, কোহালি বিতর্কে এ বার মুখ খুললেন কপিল

দেখতে দেখতে সেই টেস্টের পর কাটল এক বছর। এ বার ভারত আরও একটা পিঙ্ক বল টেস্ট খেলার সামনে। আইপিএলের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। সাদা বলের ক্রিকেটের পর সেখানে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে পিঙ্ক বল টেস্ট। তা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে আগের সফরে পিঙ্ক বল টেস্ট খেলতে চায়নি ভারত। বিদেশের মাটিতে এবারই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। বোলিং সহায়ক পিচে অজি বোলারদের কীভাবে সামলান ভারতীয় ব্যাটসম্যানরা, সেটাই দেখার।

তার উপর পিঙ্ক বল টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন বিরাট কোহালি। তখন নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। সিনিয়র ব্যাটসম্যান রোহিত শর্মা আবার দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এখন চোট সারাচ্ছেন তিনি। ফিটনেস পরীক্ষায় পাশ করে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবেন তিনি। শুধু টেস্ট স্কোয়াডেই রয়েছেন তিনি।

আরও পড়ুন: কোহালির অনুপস্থিতি ভারতীয় দলে গভীর শূন্যতার সৃষ্টি করবে, বললেন চ্যাপেল

এদিকে, বিরাট কোহালিরা অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর থেকেই অজি ক্রিকেটাররা কথার লড়াই শুরু করে দিয়েছেন। চাপে ফেলার চেষ্টা চলছে নিয়ম করে। বিরাটের অনুপস্থিতি টেস্ট সিরিজের বাকি ৩ ম্যাচে সমস্যায় ফেলবে ভারতকে, বলা হচ্ছে। তবে বিরাট নিশ্চয়ই চাইবেন সিরিজের প্রথম টেস্টে ইডেনের অভিজ্ঞতাকে সঙ্গী করতে। গোলাপি বলের টেস্টে একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তাঁরই যে রয়েছে সেঞ্চুরি। যা এসেছিল বছরখানেক আগে কলকাতাতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement