শামির দেড়শো শিকার, সিরিজ জয়ের পথেই কোহালিরা

এর আগে বুমরার হ্যাটট্রিক এবং ভয়ঙ্কর একটা স্পেল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে থামিয়ে দিয়েছিল মাত্র ১১৭ রানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২০
Share:

উৎসব: কর্নওয়ালকে ফিরিয়ে দেড়শো উইকেটের মালিক শামি। এপি

এক দিন আগে সাবাইনা পার্ক দেখেছিল যশপ্রীত বুমরার দুরন্ত হ্যাটট্রিক। রবিবার আরও একটা হ্যাটট্রিক প্রায় দেখে ফেলেছিলেন দর্শকরা। ভারতের দ্বিতীয় ইনিংসে পরপর দু’বলে কে এল রাহুল এবং বিরাট কোহালিকে তুলে নেন কেমার রোচ। হ্যাটট্রিক বল সামলাতে আসেন অজিঙ্ক রাহানে। বল তাঁর ব্যাটের ভিতরের দিক ছুঁয়ে উইকেট ঘেঁষে বাউন্ডারিতে চলে যায়।

Advertisement

এর আগে বুমরার হ্যাটট্রিক এবং ভয়ঙ্কর একটা স্পেল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে থামিয়ে দিয়েছিল মাত্র ১১৭ রানে। তবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রথম ইনিংসে ২৯৯ রানে এগিয়ে থাকা সত্ত্বেও জেসন হোল্ডারের দলকে ফলো-অন করাননি কোহালি। তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অবশ্য দ্রুত তিন উইকেট হারায়। স্বপ্নের ডেলিভারিতে কোহালিকে তুলে নেন রোচ। অফস্টাম্পের সামান্য বাইরে পড়া বল দেরিতে সুইং করে বেরিয়ে যাওয়ার সময় কোহালির ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের হাতে চলে যায়। লাঞ্চের পরে ভারতের স্কোর চার উইকেটে ১৫০। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে (ন.আ ৫৩) ও হনুমা বিহারী (৫০ ন.আ)। ২-০ সিরিজ জয়ের দিকেই এগোচ্ছে বিরাট কোহালির দল।

বুমরার সুইংয়ের সামনেই ভেঙে পড়েছিল প্রথম ইনিংসের ক্যারিবিয়ান ব্যাটিং। হাওয়ার সাহায্য নিয়ে বিষাক্ত ইনসুইংয়ে বাজিমাত করেছিলেন বুমরা। শনিবারই ছয় উইকেট তুলে নিয়েছিলেন তিনি। রবিবার অবশ্য আর কোনও উইকেট পাননি। বুমরা ১২.১ ওভার বল করে ২৭ রান দিয়ে নেন ছয় উইকেট। দু’টি উইকেট মহম্মদ শামির। একটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাডেজা।

Advertisement

এ দিন আবার টেস্ট ক্রিকেটে দেড়শো উইকেটের মালিক হয়ে গেলেন শামি। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেসার হিসেবে দ্রুততম দেড়শো উইকেট নেওয়ার কৃতিত্ব আছে কপিল দেবের। তিনি নিয়েছিলেন ৩৯ টেস্টে। পেসারদের তালিকায় দু’নম্বরে আছেন জাভাগাল শ্রীনাথ (৪০ টেস্ট)। শামি পেলেন ৪২ টেস্টে। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে দেড়শো উইকেট পেয়েছেন আর অশ্বিন (২৯ টেস্টে)।

ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মাকে টেস্ট দলেও রেখেছিল ভারত। কিন্তু সিরিজের দুটো টেস্টেই বাইরে থাকতে হল তাঁকে। রোহিতের বদলে হনুমা বিহারীকে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করে সেই আস্থার মর্যাদা দিয়েছেন হনুমা। যে সেঞ্চুরি আবার তাঁর প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

দ্বিতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে হনুমা বলে যান, ‘‘আমার যখন ১২ বছর বয়স, তখন বাবার মৃত্যু হয়। আমি ঠিক করে রেখেছিলাম, আন্তর্জাতিক ক্রিকেটে যখন সেঞ্চুরি করব, তখন বাবাকেই সে-ই সেঞ্চুরি উৎসর্গ করব।’’ একটু আবেগপ্রবণ হনুমা বলে চলেন, ‘‘আমার কাছে এই দিনটার মূল্যই অন্য রকম। আশা করব, বাবা যেখানেই থাকুন না কেন, আমাকে নিয়ে গর্বিত হবেন।’’

জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার জন্য ইশান্ত শর্মাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছেন হনুমা। তিনি বলেছেন, ‘‘আমার এই সেঞ্চুরির জন্য কিন্তু অনেকটা কৃতিত্ব প্রাপ্য ইশান্তেরও। আমার চেয়েও এ দিন ভাল ব্যাট করেছে ইশান্ত। বিপক্ষ বোলারদের নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছিলাম। ইশান্তের অভিজ্ঞতা আমার খুব কাজে এসেছে।’’ হনুমা (১১১) আর ইশান্ত (৫৭) মিলে ১১২ রানের জুটি করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন।

সেঞ্চুরি পেলেও হনুমার মুখে শোনা গিয়েছে ক্যারিবিয়ান বোলারদের প্রশংসা। তিনি বলেছেন, ‘‘আমরা চারশোর ওপরে রান করলেও ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কিন্তু ভাল বল করেছে।’’

স্কোরকার্ড
ভারত ৪১৬ ও ১৫০-৪ (৫০.১)
ওয়েস্ট ইন্ডিজ ১১৭ (৪৭.১)

ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস)
ব্রাথওয়েট ক পন্থ বো বুমরা ১০•৩৮
ক্যাম্পবেল ক পন্থ বো বুমরা ২•১৬
ব্র্যাভো ক রাহুল বো বুমরা ৪•৮
ব্রুকস এলবিডব্লিউ বো বুমরা ০•১
চেজ এলবিডব্লিউ বো বুুমরা ০•১
হেটমায়ার বো শামি ৩৪•৫৭
হোল্ডার ক পরিবর্ত বো বুমরা ১৮•৩৮
হ্যামিল্টন ক কোহালি বো ইশান্ত ৫•৫৯
কর্নওয়াল ক রাহানে বো শামি ১৪•৩১
রোচ ক মায়াঙ্ক বো জাডেজা ১৭•৩১
গ্যাব্রিয়েল ন. আ. ০•৩
অতিরিক্ত ১৩
মোট ১১৭ (৪৭.১)
পতন: ১-৯ (ক্যাম্পবেল, ৬.৪), ২-১৩ (ব্র্যাভো, ৮.২), ৩-১৩ (্ব্রুকস, ৮.৩), ৪-১৩ (চেজ, ৮.৪), ৫-২২ (্ব্রাথওয়েট, ১২.৫), ৬-৬৭ (হেটমায়ার, ২৪.৬), ৭-৭৮ (হোল্ডার, ২৮.১), ৮-৯৭ (কর্নওয়াল, ৩৭.১), ৯-১১৭ (হ্যামিল্টন, ৪৬.৩), ১০-১১৭ (রোচ, ৪৭.১)।
বোলিং: ইশান্ত শর্মা ১০.৫-৩-২৪-১, যশপ্রীত বুমরা ১২.১-৩-২৭-৬, মহম্মদ শামি ১৩-৩-৩৪-২, রবীন্দ্র জাডেজা ১১.১-৭-১৯-১।

ভারত (দ্বিতীয় ইনিংস)
রাহুল ক হ্যামিল্টন বো রোচ ৬•৬৩
মায়াঙ্ক এলবিডব্লিউ বো রোচ ৪•১৫
পূজারা ক ব্রুকস বো হোল্ডার ২৭•৬৬
বিরাট ক হ্যামিল্টন বো রোচ ০•১
রাহানে ন.আ ৫৩•৯১
হনুমা ন.আ ৫০•৬৭
অতিরিক্ত ১০
মোট ১৫০-৪ (৫০.১)
পতন: ১-৯ (মায়াঙ্ক, ৪.৬), ২-৩৬ (রাহুল, ২০.১), ৩-৩৬ (কোহালি, ২০.২), ৪-৫৭ (পূজারা, ২৮.৬)।
বোলিং: কেমার রোচ ১০-৩-২৮-৩, জেসন হোল্ডার ৯.১-৫-১৫-১, কর্নওয়াল ২১-৭-৫৯-০, গ্যাব্রিয়েল ৭-৩-১৮-০, রস্টন চেজ ৩-০-২২-০।

স্কোর অসম্পূর্ণ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement