বিশ্বকাপ হকির শেষ আটে রানিরা

মহিলাদের বিশ্বকাপ হকির শেষ আটে যেতে হলে মঙ্গলবার ‘ক্রসওভার’ ম্যাচে ইটালিকে হারাতেই হত ভারতকে। প্রত্যাশা মতোই রানি রামপালের দল এ দিন ইটালিকে ৩-০ হারিয়ে জায়গা করে নিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৫:৪৭
Share:

জয়ী: ইটালিকে হারানোর পরে ভারতের মেয়েরা। টুইটার

মহিলাদের বিশ্বকাপ হকির শেষ আটে যেতে হলে মঙ্গলবার ‘ক্রসওভার’ ম্যাচে ইটালিকে হারাতেই হত ভারতকে। প্রত্যাশা মতোই রানি রামপালের দল এ দিন ইটালিকে ৩-০ হারিয়ে জায়গা করে নিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

Advertisement

লন্ডনের লি ভ্যালি হকি ও টেনিস সেন্টারে এ দিন ইটালির বিরুদ্ধে বারতের হয়ে জোড়া গোল করলেন বন্দনা কাটারিয়া। দলের অপর গোলদাতা লালরেমসিয়ামি। টুর্নামেন্টে এটিই ভারতের মেয়েদের প্রথম জয়। এর আগে ইংল্যান্ডের সঙ্গে ড্র এবং আয়ার্ল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতীয়দের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ড্র করে ‘ক্রসওভার’ ম্যাচ খেলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল ভারত।

মেয়েদের হকি বিশ্বকাপে এটাই প্রথম ভারত বনাম ইটালি দ্বৈরথ। এ দিন জয়ের ফলে দীর্ঘ ৪০ বছর পরে বিশ্বকাপের শেষ আটে উঠল ভারত। এর আগে ১৯৭৮ সালে মাদ্রিদে অনুষ্ঠিত বিশ্বকাপে সপ্তম স্থানে শেষ করেছিল ভারত। তার পরে আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি ভারত।

Advertisement

এ দিন ম্যাচের নয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ভারতকে প্রথম এগিয়ে দেন লালরেমসিয়ামি। তৃতীয় কোয়ার্টারের অন্তিম লগ্নে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকে ২-০ করেন বন্দনা কাটারিয়া। ম্যাচের একদম শেষ দিকে ফের ৩-০ করেন বন্দনা। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়ার্ল্যান্ড। যাদের কাছে গ্রুপের ম্যাচে ০-১ হেরেছিলেন রানি রামপালরা।

ম্যাচের পরে ভারতের কোচ সোর্দ মারিন বলেন, ‘‘জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ায় ভাল লাগছে। অনেক ভুলভ্রান্তি হয়েছে। কোয়ার্টার ফাইনালে সেগুলো শুধরে নামতে হবে। নিজেদের ভুলগুলো শুধরে নেওয়াই এখন আমাদের কাজ। যত ফাইনালের দিকে এগিয়ে যাব আমরা, তত আমাদের আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সে জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’’

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল আইরিশরা। এ বার রানিদের সামনে সেই হারের বদলা নেওয়ার সুযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement