শনিবার দুরন্ত খেলেছেন কোহলী-রোহিত। ছবি পিটিআই
দেশের হয়ে প্রথম বার ওপেন করতে নেমেই মুগ্ধ করে দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলী। শনিবার প্রথম উইকেটে তুলেছেন ৯৪ রান, যা ভারতকে বড় রানে পৌঁছে দেয়। পরে এই জুটির রান ভারতকে জেতাতেও মুখ্য ভূমিকা নিয়েছে। সুনীল গাওস্কর তাই চাইছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই জুটি ওপেন করুক।
ওপেনিং জুটিতে চালকের ভূমিকা নিয়েছিলেন রোহিতই। ৩৪ বলে ৬৪ রান করে ফিরে যান তিনি। ৫টি ছয় এবং ৪টি চার মেরেছেন। কোহলি তুলনায় অনেকটা ধীরস্থির ছিলেন। রোহিত ফিরে যাওয়ার পর তিনি স্বমূর্তি ধারণ করেন। গাওস্করের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই জুটিরই খেলা উচিত।
এক চ্যানেলে গাওস্কর বলেছেন, “সীমিত ওভারের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের সব থেকে বেশি খেলা উচিত, তাই বিরাট কোহলীর উপরের দিকে খেলার সিদ্ধান্ত একেবারে ঠিক। কে এল রাহুলের অফ ফর্ম কার্যত শাপে বর হয়েছে। কারণ এমন একটা ওপেনিং জুটি আমরা পেয়েছি যেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে।”