Umesh Yadav

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ দুই টেস্টের দলে উমেশ যাদব

সোমবার তিনি ফিটনেস পরীক্ষায় পাস করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৬
Share:

চোট সারিয়ে দলে ফিরলেন উমেশ। ছবি - টুইটার

চোট সারিয়ে ফের ভারতীয় দলে ঢুকলেন উমেশ যাদব। সোমবার তিনি ফিটনেস পরীক্ষায় পাস করেন। এর পরেই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি টেস্টের জন্য দল নেওয়া হয়।

Advertisement

ভারতীয় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে সোমবার, ২১ ফেব্রুয়ারি ফিটনেস পরীক্ষা হয় উমেশের। তাতে উত্তীর্ণ হওয়ার পর উমেশকে দলে নেওয়া হয়েছে। একই সঙ্গে শার্দূল ঠাকুরকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বিজয় হজারে ট্রফিতে খেলতে পারবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে যায় ভারত। পরের টেস্টে জিতে বিরাট কোহালিরা সিরিজে সমতা ফেরান। তৃতীয় টেস্ট ২৪ ফেব্রুয়ারি থেকে মোতেরায়। এটি দিন-রাতের টেস্ট। সিরিজের শেষ টেস্ট মোতেরাতেই ৪ থেকে ৮ মার্চ।

Advertisement

শেষ দুই টেস্টের জন্য ভারতীয় দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement