বুমরার সঙ্গে ১৫ মার্চ বিয়ে হয় সঞ্জনার।
এখনও বিশ্রামে যশপ্রীত বুমরা। কিন্তু বিয়ের পর কাজে ফিরলেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। শুক্রবার ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচে ক্রীড়া সঞ্চালিকার কাজে ব্যস্থ থাকতে দেখা গেল তাঁকে। সম্প্রচারকারী চ্যানেলে তাঁকে দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। দুটি ইনিংসের মধ্যবর্তী সময়ের অনুষ্ঠান সঞ্চালনার কাজ করতে দেখা গিয়েছে সঞ্জনাকে।
বিয়ের প্রস্তুতি নেবেন বলে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবির ছেড়েছিলেন বুমরা। গত ১৫ মার্চ গোয়ায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সঞ্জনাকে বিয়ে করেন তিনি। দু’জনে মিলেই নেটমাধ্যমে সেই ছবি পোস্ট করেন। ধীরে ধীরে বিয়ের আগে ও পরের বিভিন্ন রীতি-অনুষ্ঠানের ছবিও সামনে আসে।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার কারণেই ভারতীয় দলের কোনও ক্রিকেটারকে সেই অনুষ্ঠানে দেখা যায়নি। ছিলেন না অন্যান্য সতীর্থরাও। বুমরার ঘনিষ্ঠ মহলে খোঁজ নিয়ে জানা গিয়েছে, খুব শীঘ্রই আলাদা করে অনুষ্ঠানের ব্যবস্থা করবেন ভারতীয় বোলার।