৬৬ রানে আউট হয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিরাট। ছবি - টুইটার
এ বারও যে সেই একই চিত্রনাট্য। এ বারও শুরুটা ভাল করলেও শেষ রক্ষা হল না। প্রথম একদিনের ম্যাচের ৫৬ রানে আউট হন। এদিন ফিরলেন ৬৬ রানে। আদিল রশিদের বলে আউট হওয়া একেবারেই মানতে পারেননি বিরাট কোহলী। সেটা তাঁর শরীরী ভাষায় ফুটে উঠছিল। সুনীল গাওস্কর গোটা ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত।
আসলে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষবার শতরান করেছিলেন। তবে এর পর থেকে আর তিন অঙ্কের রানে পৌঁছতে পারছেন না ভারত অধিনায়ক। তাই সানি বলছেন, “বিরাটের রাগের কারণ অবশ্যই আছে। আসলে কোনও ব্যাটসম্যান এতটা খাটনির পরেও শতরান হাতছাড়া করলে রাগ তো হবেই। তাছাড়া অনেক দিন হয়ে গেল বিরাট শতরানের মুখ দেখেনি। তাই মাঠ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করছিল।”