Eoin Morgan

কোহলীদের বিরুদ্ধে মর্গ্যান, স্টোকসদের একদিনের সিরিজের দল ঘোষণা হল

তিনটি একদিনের ম্যাচ হবে ২৩, ২৬ ও ২৮ মার্চ পুনেতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৯:০০
Share:

চোটের জন্য একদিনের দলে নেই জফ্রা আর্চার। ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। চোটের জন্য ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন জফ্রা আর্চার। তিনটি একদিনের ম্যাচ হবে ২৩, ২৬ ও ২৮ মার্চ পুনেতে।

Advertisement

ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অইন মর্গ্যান শনিবারই ইঙ্গিত দিয়েছিলেন, আর্চারকে হয়ত একদিনের সিরিজে পাওয়া যাবে না। রবিবার দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলে, ‘ডান কনুইয়ের চোটের চিকিৎসার জন্য জফ্রা আর্চার দেশে ফিরে যাচ্ছে।’ তিনজন ক্রিকেটার জেক বল, ক্রিস জর্ডন এবং ডাউইড মালানকে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। এঁরা সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলে ছিলেন। একদিনের সিরিজেও এঁরা দলের সঙ্গে থাকবেন।

পুরো দল: অইন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি, মার্ক উড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement