India vs England 2021

জফ্রা আর্চারকে নিয়ে জোর ধাক্কা খেল ইংল্যান্ড, সংশয়ে রাজস্থান রয়্যালসও

খারাপ খবর ইংল্যান্ড এবং রাজস্থান রয়্যালসের জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৬:৫৬
Share:

একদিনের সিরিজে নেই আর্চার। ছবি পিটিআই

খারাপ খবর ইংল্যান্ড এবং রাজস্থান রয়্যালসের জন্য। জফ্রা আর্চারের কনুইয়ের চোটের অবস্থা খারাপ হয়েছে। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। আইপিএলের প্রথম অর্ধেও তাঁর খেলতে না পারার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক অইন মর্গ্যান আগেই এই আশঙ্কা করেছিলেন।

Advertisement

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা হওয়ার আগেই একটি ভিডিয়ো কনফারেন্সে মর্গ্যান বলেন, ‘‘একদিনের ম্যাচগুলোয় আর্চার খেলতে পারবে কিনা, নিশ্চিত নই। আগামী দু’দিন দেখতে হবে ওর অবস্থা কীরকম থাকে। তারপর সিদ্ধান্ত নিতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার, ওর বারবার চোট লাগছে। এবার বিষয়টা খারাপ দিকে যাচ্ছে। ওর চোটের দিকে এবার আমাদের মনোযোগ দেওয়ার সময় হয়েছে। আমাদের চিকিৎসকরা ওকে নিয়ে সিদ্ধান্ত নেবে। আশা করব যে সিদ্ধান্তই নেওয়া হোক, সেটা ভবিষ্যতে ওর জন্য ভালই হবে।’’

আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। কনুইয়ের চোটের যা পরিস্থিতি, তাতে মনে করা হচ্ছে রাজস্থান রয়্যালস তাঁকে প্রথম অর্ধের পুরোটাই পাবে না। গত আইপিএলের সেরা ক্রিকেটারকে না পেলে সেটা রাজস্থান রয়্যালসের কাছে বড় ধাক্কা হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement