India

মেলবোর্ন টেস্টে জেতার জন্য রাহানেদের অভিনন্দন, শুভেচ্ছা জানালেন সৌরভ

টুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০০:০৪
Share:

ছবি সংগৃহীত।

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারানোর জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

টুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ। তিনি লিখেছেন, ‘‘এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) এটা একটা স্পেশ্যাল জয়। ভারত এই মাঠে খেলতে পছন্দ করে।’’

ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানের প্রশংসা করে সৌরভ টুইট লেখেন, ‘‘ওয়েল ডান অজিঙ্ক রাহানে। ভাল মানুষরা শীর্ষে থেকেই শেষ করে। সবাইকে অভিনন্দন।’’

Advertisement

আলাদা করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার নামও উল্লেখ করেছেন তিনি। বাকি সিরিজের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে শেষে সৌরভ লিখেছেন, ‘‘পরের দুটো ম্যাচের জন্য আমার শুভেচ্ছা।’’

অ্যাডিলেডে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল। ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল দল। এরপর বিরাট কোহালি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন। বাকি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন রাহানে। তাঁর অধিনায়কত্বে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement