সচিন

সিরাজের আউট সুইংয়ের রহস্য ফাঁস করলেন সচিন তেন্ডুলকর

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের পঞ্চম বলেই দুরন্ত আউট সুইঙ্গারে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ২৩:০০
Share:

সচিনের মতে, সিরাজের প্রতিভাই সাফল্যের কারণ।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের পঞ্চম বলেই দুরন্ত আউট সুইঙ্গারে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। আর উইকেট না পেলেও ক্রমাগত সুইং বোলিং করে গিয়েছেন, যা মুগ্ধ করেছে সচিন তেন্ডুলকরকে। তাঁর মতে, সিরাজ দেখিয়ে দিয়েছেন কেন যশপ্রীত বুমরা না থাকলেও তাঁকে ভরসা করা যায়।

Advertisement

সিরাজের বোলিংয়ের ব্যাখ্যা করতে গিয়ে সচিন বলেছেন, “যখন সিরাজ বল করছিল তখন অনেকেই বলছিল যে বলটা পিচের ভাঙা অংশে পড়ে নিচু হয়ে যাচ্ছে। কিন্তু আমি সেটা একেবারেই দেখিনি। যখন আউট সুইঙ্গার দিচ্ছিল, তখন বলের চকচকে দিকটা বাইরে রেখে আঙুল বলের পিছনে নিয়ে গিয়ে ছাড়ছিল। ফলে সিমটা কখনও প্রথম স্লিপ, কখনও দ্বিতীয় স্লিপের দিকে থাকছিল। কাটার দেওয়ার সময়েও আঙুলের তারতম্য ঘটিয়ে বল করছিল।”

সচিনের সংযোজন, “পিচ ভাঙা থাকার কারণে সিরাজ সাহায্য পায়নি। এটা সম্পূর্ণ ওর প্রতিভা। কাটার বল করার দক্ষতাই ওকে সাফল্য দিয়েছে।”

Advertisement

দ্বিতীয় দিন বৃষ্টির কারণে আগে খেলা শেষ করতে হয়েছে। ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে ভারত। পিছিয়ে ৩০৭ রানে।

আরও খবর: সানগ্লাস নিয়ে পন্থকে কটাক্ষ করলেন ওয়ার্ন, ও’কিফরা

আরও খবর: ইস্টবেঙ্গলে বিলিতি ছোঁয়া, ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেল’-এর শিরোনামে লাল-হলুদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement