সতীর্থদের সঙ্গে নতুন বছরে কে এল রাহুল। ছবি টুইটার
বছর পালটালেও তাঁর স্বপ্নটা একই রকম থাকবে। নতুন বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের লক্ষ্য স্থির করে নিলেন কে এল রাহুল।
সীমিত ওভারে সুযোগ পেলেও টেস্ট সিরিজে এখনও জায়গা পাননি রাহুল। প্রথম টেস্টে উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহাকে খেলানো হয়। দ্বিতীয় টেস্টে বিরাট কোহালি না থাকলেও, তাঁর জায়গায় খেলেছিলেন রবীন্দ্র জাডেজা। রোহিত শর্মা দলে যোগ দেওয়ায় বাকি দুটি টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা কম।
তবে সুযোগ না পেলেও মনঃসংযোগ হারাচ্ছেন না রাহুল। পোস্টে লিখেছেন, “নতুন বছর, নতুন অনুভূতি, নতুন সুযোগ, একই স্বপ্ন এবং নতুন করে শুরু করা।”
New year,
New feels,
New chances.
Same dreams,
Fresh starts.
2021🙏 pic.twitter.com/PjllURxf5g
৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। ময়াঙ্ক আগরওয়ালের সেই টেস্টে বাদ পড়া কার্যত নিশ্চিত। দ্বিতীয় টেস্টে দলের আস্থার দাম দিয়েছেন শুভমন গিল। সিডনিতে রোহিত শর্মার সঙ্গে তাঁরই ওপেন করার সম্ভাবনা।