কামিন্স

লাল বলই বেশি পছন্দের, জানিয়ে দিলেন কামিন্স

গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার সফলতম বোলার তিনি। সেই প্যাট কামিন্স জানিয়েছেন, লাল বলের টেস্টই তাঁর কাছে বেশি পছন্দের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৫:০৫
Share:

কামিন্সের মতে, লাল বলে লড়াই বেশি হয়। ফাইল ছবি

গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার সফলতম বোলার তিনি। সেই প্যাট কামিন্স জানিয়েছেন, লাল বলের টেস্টই তাঁর কাছে বেশি পছন্দের। কারণ এতে ব্যাট-বলের আসল লড়াই দেখা যায়।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড তৈরি করে ভারত। ওই টেস্টে দু’ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন কামিন্স। বরাবরই গোলাপি বলে দুরন্ত ছন্দে দেখা যায় তাঁকে।

তবে বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কামিন্স বলেছেন, ‘‘লাল বলে টেস্ট খেলাই আমার বেশি পছন্দ। এমনিতেই গোলাপি বলে টেস্ট একটা আলাদা উত্তেজনা তৈরি করে ঠিকই। বছরে একবার-দু’বার গোলাপি বলের টেস্ট খেলা যায়। কিন্তু লাল বলের রোমাঞ্চই আলাদা। ব্যাট এবং বলের আসল লড়াই দেখা যায় সেখানেই।’’

Advertisement

আরও খবর: ফিরলেন ওয়ার্নার, পুকোভস্কি, শক্তি বাড়াল অস্ট্রেলিয়া

আরও খবর: দলে ফের একাধিক পরিবর্তন? দেখে নিন তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

কামিন্সের সংযোজন, ‘‘আমরা দারুণ কিছু টেস্ট ম্যাচের সাক্ষী থেকেছি গোলাপি বলে। অ্যাডিলেডে আমাদের যে পিচ দেওয়া হয়েছিল তা দারুণভাবে কাজে লাগিয়েছি। কিন্তু তা সত্ত্বেও লাল বল আমার কাছে বেশি পছন্দের।’’

সংশয় থাকলেও সিডনিতেই তৃতীয় টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্স মনে করেন, সিডনিতে বল হাতে জ্বলে উঠতে পারেন নেথান লায়ন। বলেছেন, ‘‘সিডনিতে আমাদের রেকর্ড ভাল। পিচের দিক থেকে সেটা অনেকটা এমসিজি-র মতোই। শুকনো এবং স্লো। তাই লায়ন সেখান থেকে ঘূর্ণি পেতে পারে। তা ছাড়া সিডনি আমার কাছে ঘরের মাঠ। সেখানে খেলার মজাই আলাদা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement