এমসিজি

চতুর্থ জয়, ভারতের সফলতম অ্যাওয়ে ভেন্যু এখন এমসিজি

ইংল্যান্ডের পরে ভারত দ্বিতীয় দল হিসেবে মেলবোর্নে চতুর্থ জয় পেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৪:১২
Share:

এমসিজি হল ভারতের সফলতম অ্যাওয়ে ভেন্যু। ফাইল ছবি

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফিতে সমতা ফিরিয়েছে ভারত। একইসঙ্গে, মেলবোর্নের ঐতিহ্যশালী ক্রিকেট মাঠে এটা ভারতের চতুর্থ জয়।

Advertisement

ফলে অ্যাওয়ে মাঠে জয়ের ক্ষেত্রে ভারতের সফলতম মাঠ হল মেলবোর্ন। ইংল্যান্ডের পরে ভারত দ্বিতীয় দল হিসেবে মেলবোর্নে চতুর্থ জয় পেল।

ভারতের অন্যান্য সফল ভেন্যুর মধ্যে রয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইন্স পার্ক ওভাল, কিংস্টনের সাবাইনা পার্ক এবং কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব।

Advertisement

আরও খবর: এখান থেকেই এগিয়ে যাওয়ার শুরু, বলছেন কোহালি

আরও খবর: সবথেকে বেশি বাঁ হাতিকে আউট, মুরলীকে পেরোলেন অশ্বিন

মেলবোর্নের এই মাঠে গতবারও সফল হয়েছিল ভারত। তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ১৩৭ রানে। সে বার দুরন্ত বোলিং করেছিলেন যশপ্রীত বুমরা। এ বারও সফল তিনি। পাশাপাশি নয়া তারকা হিসেবে উঠে এসেছেন মহম্মদ সিরাজ।

দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট পেয়েছেন সিরাজ। বুমরা, রবিচন্দ্রণ অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা পেয়েছেন দুটি করে উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement