অস্ট্রেলিয়া

ওভার কম হওয়ায় পয়েন্ট, ম্যাচ ফি কাটা গেল অস্ট্রেলিয়ার

আইসিসি-র এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন এই শাস্তির কথা ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানি হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:৪১
Share:

পয়েন্ট এবং ম্যাচ ফি কাটা হল অস্ট্রেলিয়ার। ছবি এএফপি

মেলবোর্ন টেস্টে হার তো রয়েছেই, মাঠের বাইরেও অস্ট্রেলিয়ার পক্ষে খারাপ খবর। গোটা দলের প্রত্যেকের ৪০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকেও চার পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।

Advertisement

নির্ধারিত সময়ে দু’ওভার কম বল করেছেন টিম পেনরা। ফলে আইসিসি-র আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী প্রতি কম ওভার-পিছু ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হবে। পাশাপাশি, আইসিসি-র বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতি কম ওভার-পিছু ২ পয়েন্ট করে কেটে নেওয়া হবে।

Advertisement

আইসিসি-র এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন এই শাস্তির কথা ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানি হবে না।

আরও খবর: বিরাটরূপী ওয়ার্নার, ‘‘কেউ ওর সঙ্গে পাল্লা দিতে পারবে না’’

আরও খবর: রাহানের শতরানই ম্যাচের টার্নিং পয়েন্ট, বলছেন শাস্ত্রী

পয়েন্ট কাটা হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকল অস্ট্রেলিয়া। পয়েন্টের বিচারে অস্ট্রেলিয়ার (৩২২) থেকে এগিয়ে ভারত (৩৯০)। কিন্তু জয়ের শতাংশের হিসেবে ভারতের (৭২.২) থেকে এগিয়ে অস্ট্রেলিয়া (৭৬.৬)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement