David wanrer

ওয়ার্নার তৃতীয় টেস্টেও অনিশ্চিত, জানালেন কোচ ল্যাঙ্গার

দ্বিতীয় একদিনের ম্যাচের পর চোট পাওয়ার পর আর একটাও ম্যাচে খেলতে পারেননি ওয়ার্নার। প্রথমে আশা করা গিয়েছিল, তৃতীয় টেস্ট থেকেই তাঁকে পাওয়া যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৬:৩২
Share:

ওয়ার্নার তৃতীয় টেস্টেও অনিশ্চিত, জানালেন ল্যাঙ্গার। ছবি রয়টার্স

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই চিন্তার ভাঁজ অস্ট্রেলিয়া শিবিরে। কুঁচকির চোটে পুরোপুরি না সারায় তৃতীয় টেস্টেও সম্ভবত পাওয়া যাবে না ডেভিড ওয়ার্নারকে। নিজেই এ খবর জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার

Advertisement

আগামী ৭ জানুয়ারি সিডনিতে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচের পর চোট পাওয়ার পর আর একটাও ম্যাচে খেলতে পারেননি ওয়ার্নার। প্রথমে আশা করা গিয়েছিল, তৃতীয় টেস্ট থেকেই তাঁকে পাওয়া যাবে।

কিন্তু রবিবার রিকি পন্টিংকে এক সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলেছেন, ‘‘এখনও কুঁচকিতে ব্যথা রয়েছে ওর। তবে ওয়ার্নার খুবই পেশাদার। মাঠে ফেরার যাবতীয় চেষ্টা করছে ও। ম্যাচের আগে ওকে ব্যাটিং করতে দেখেছি। গত কালও নেটে ব্যাটিং করেছে। কিন্তু পুরোপুরি ম্যাচ ফিটনেস আসতে এখনও সময় লাগবে।’’

Advertisement

আরও খবর: রাহানেকে আউট করার অনেক সুযোগ হারিয়েছি, আক্ষেপ স্টার্কের

আরও খবর: শতরান করে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন অজিঙ্ক রাহানে

ওয়ার্নারের অনুপস্থিতি যে তাঁদের ওপেনিং জুটিতে প্রভাব ফেলছে সেটাও মেনে নিয়েছেন ল্যাঙ্গার। বলেছেন, ‘‘যেভাবে ম্যাচটা আগে শুরু করতাম, সেটা হচ্ছে না। যদি আগের টেস্ট ম্যাচ এবং গতকালের ওপেনিং পার্টনারশিপ দেখেন, তাহলে বুঝবেন ওর থেকে অনেক ভাল খেলতে পারি আমরা।’’

ল্যাঙ্গারের সংযোজন, ‘‘প্রথম টেস্টে ৫০ রানের পার্টনারশিপ হয়েছিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৬ রানের। কিন্তু ৮৬ রানের পার্টনারশিপ হলে সেটাকে অন্তত ১৫০ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত। সেটা আমরা পারছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement