হনুমা বিহারি।—ফাইল চিত্র
লড়াই দুই ‘ঋ’-কে নিয়ে। ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে কে সুযোগ পাবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা।
বিরাট কোহালির দলে উইকেটের পেছনে কে দাঁড়াবেন, সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুজনেই ভাল ফর্মে আছেন। আর দলে ঢোকার এই সুস্থ প্রতিযোগিতা নিয়ে হনুমা বিহারি বলেন, ‘‘এই সুস্থ প্রতিযোগিতা যেকোনও দলের জন্যই ভাল। আমার তো মনে হয়, আমাদের দলে প্রত্যেকটা জায়গায় সুস্থ প্রতিযোগিতা আছে। পুরোটাই টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। উইকেটকিপারের জায়গা নিয়ে বলতে পারি, ঋদ্ধিমান আর ঋষভ দুজনেই খুব ভাল ফর্মে আছে। সত্যিই ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।’’
দিন-রাতের প্র্যাকটিস ম্যাচে দ্বিতীয় ইনিংসে ঋষভ অপরাজিত ১০৩ রান করেন। ঋদ্ধিমান প্রথম ইনিংসে কোনও রান করতে না পারলেও আগের অনুশীলন ম্যাচে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৪ রান করেন।
আরও পড়ুন: গত সিরিজের সাফল্য এ বার পূজারা মাথায় রাখছেন না
হনুমা নিজেও সিডনিতে প্র্যাকটিস ম্যাচে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন। তাছাড়া দ্বিতীয় ইনিংসে ৭ ওভার বল করে অ্যালেক্স ক্যারের উইকেট নেন। নিজের বোলিং নিয়ে হনুমা বলেন, ‘‘মনে হয় ভালই বল করছি। অজিঙ্ক আমাকে বল করতে বলল। সেটা করে ভাল লাগছে। উইকেটটা বোনাস।’’
আরও পড়ুন: রাজ্য টেবিল টেনিসে জোড়া খেতাব জিতল অঙ্কুর ভট্টাচার্য
টেস্টে ছয় নম্বরে ব্যাট করতে হলেও প্র্যাকটিস ম্যাচে তাঁকে চার ও পাঁচ নম্বরে নামানো হয়। হনুমার বক্তব্য, ‘‘চার নম্বরে নামলে অনেকটা সময় পাওয়া যায়। রঞ্জিতে বরাবর তিনে নেমেছি। তাই ওপরের দিকে ব্যাট করার অভিজ্ঞতা আমার আছো।’’