রোহিতের দাবি, সিরিজ তাঁদের। ফাইল ছবি
ফিজিয়ো যোগেশ পারমারের কোভিড ধরা পড়ায় বাতিল হয়ে গিয়েছিল ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। তার আগে পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। ওপেনার রোহিত শর্মা মনে করছেন, সিরিজ জিতেছে ভারতই। পঞ্চম টেস্ট কবে হবে সেটা নিয়ে তাঁর মাথাব্যথা নেই।
শোনা যাচ্ছে, ২০২২-এর ইংল্যান্ড সফরে কোনও এক সময় বাতিল হওয়া টেস্ট খেলা হবে। তবে রোহিত সোমবার এক অনুষ্ঠানে বলেছেন, “শেষ টেস্ট ম্যাচ কবে হচ্ছে তা আমার জানা নেই। পরের বছর আদৌ সেটা খেলা হবে কিনা জানি না। তবে মনে মনে আমরা ওই সিরিজ ২-১ ব্যবধানে জিতে গিয়েছি।”
ওই টেস্ট সিরিজে ৪০০-র উপরে রান করেছিলেন রোহিত। তবে সেটাকে নিজের সেরা সিরিজ বলতে রাজি নন তিনি। রোহিত বলেছেন, “টেস্ট কেরিয়ারে যেখানে দাঁড়িয়েছিলাম সে তুলনায় সিরিজটা ভালই গিয়েছে। তবে এটাকেই আমার সেরা সিরিজ বলতে রাজি নই। আমার এখনও সেরাটা দেওয়া বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই নিজের টেকনিক এবং মানসিকতায় বদল ঘটিয়েছিলাম। যে ভাবে তারপরে খেলেছি, সেটা নিয়ে খুশি।”