আউট হয়ে ফিরছেন ইমাম-উল-হক। ছবি: রয়টার্স।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দলে ফিরলেও রান পাননি পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। দুই ইনিংসেই চরম ব্যর্থ ইনজামামের ভাইপোকে এ বার চরম ট্রোল করল আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।
অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ২ ও ০। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই তাঁকে নিয়ে টুইট করে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। লেখে, শেষ দুই টেস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার যত রান করেছেন, টেস্ট কেরিয়ারে সব মিলিয়ে তত রান নেই ইমামের।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেই ওয়ার্নার করেছেন ৩৩৫ রান। শেষ দুই টেস্ট ইনিংসে তাঁর ব্যাটে এসেছে মোট ৪৮৯ রান। আর টেস্ট কেরিয়ারে ইমামের মোট রান সেখানে ৪৮৫। যা ওয়ার্নারের শেষ দুই টেস্ট ইনিংসের চেয়ে চার রান কম। ইমাম এখনও পর্যন্ত খেলেছেন ১১ টেস্ট। ব্যাট করেছেন মোট ২১ ইনিংসে।
আরও পড়ুন: জঘন্যতম বোলিং আক্রমণ! পাকিস্তানকে নিয়ে এই মন্তব্য কে করলেন জানেন?
আরও পড়ুন: লারার রেকর্ড ভাঙতে পারে রোহিতই, বলে দিলেন ওয়ার্নার