উদ্বিগ্ন: ম্যাচ ড্র করে চিন্তা বেড়ে গিয়েছে স্তিমাচের। ফাইল চিত্র।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের বিরুদ্ধে খেলা অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় বিরক্ত ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ। তাও আবার দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিট ১০ জনে খেলেছে বাংলাদেশ। ভারতীয় কোচের কথায়, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে কর্তৃত্ব নিয়ে খেলার পরেও জিতে ফিরতে না পারার জন্য আমরাই দায়ী।’’
মলদ্বীপ থেকে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার টিম হোটেলে সুনীল ছেত্রীরা থমথমে মুখেই ছিলেন। বৃহস্পতিবার ৭ অক্টোবর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যে দলের বিরুদ্ধে স্তিমাচের ছেলেদের খেলতে হবে বিকেল সাড়ে চারটেয়। উষ্ণ ও আর্দ্র পরিবেশে দলে যেন ক্লান্তি না আসে, তার জন্য এ দিন অনুশীলন করেনি ভারতীয় দল। জিমেই সময় কাটান প্রীতম কোটাল, মনবীর সিংহরা। বুধবার বিকেলে দল নিয়ে অনুশীলনে নামবেন স্তিমাচ। এ দিন বিকেল থেকেই যদিও মলদ্বীপের আকাশের মুখ ভার। সারা দিন রোদ থাকলেও বিকেলের পরে আকাশ কালো হতে শুরু করে। যদিও প্রবল বর্ষণের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়াবসাইটে স্তিমাচ বলেছেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে পুরো ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। এক গোলে এগিয়ে গিয়েছিলাম। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওরা ১০জন হয়ে যায়। তা সত্ত্বেও ভুল পাস-সহ ছোট ছোট ত্রুটির মাশুল গুনতে হল ড্র করে। নিজেই যদি বিপক্ষের আত্মবিশ্বাস বাড়তে দিই, তা হলে এ ভাবেই ফলভোগ করতে হয়।’’ যোগ করেছেন, ‘‘সুযোগ ও অভিজ্ঞতাকে কাজে না লাগানোর ফলেই জেতা ম্যাচ অমীমাংসিত থেকেছে। ৭৫ মিনিট ছেলেরা ভালই খেলেছে। কিন্তু শেষের ১৫ মিনিটে একাধিক ভুলভ্রান্তি হয়েছে। আর আন্তর্জাতিক ফুটবলে ১৫ মিনিট অনেক বড় সময়। দলে অভিজ্ঞ মুখ বেশি থাকায় বাংলাদেশের বিরুদ্ধে যে ফল প্রত্যাশা করা গিয়েছিল, তা পাওয়া যায়নি।’’