IFA

IFA: ‘খেলা হবে দিবস’-এ নতুন মাঠ পেল বাংলার ফুটবল

এবার পাকাপাকি ভাবে মাঠ পেল আইএফএ। সেনাবাহিনী ও রাজ্য সরকারের চেষ্টায় মাঠটি ফিরে পেল তারা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৭:০৫
Share:

ছবি প্রতীকী

আইএফএ-এর মাঠ সমস্যার কিছুটা সমাধান হল সোমবার। ‘খেলা হবে দিবস’-এই নতুন মাঠ পেয়ে গেল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

Advertisement

কলকাতা ময়দানে ফোর্ট উইলিয়াম সংলগ্ন একটি মাঠ আগে থেকেই ছিল আইএফএ-এর। সেনাবাহিনীর প্রয়োজনে সেখান থেকে কিছুটা অংশ নিয়ে নেওয়ায় মাঠটা ছোট হয়ে গিয়েছিল। এবার পাকাপাকি ভাবে মাঠ পেল আইএফএ। সেনাবাহিনী ও রাজ্য সরকারের চেষ্টায় পুরো মাঠটি ফিরে পেল তারা।

মাঠের অবস্থা অবশ্য ভাল নয়। দ্রুত মাঠ ঠিক করে সেটিকে অনুশীলনের উপযুক্ত করে তোলা হবে, এমনটাই জানিয়ে দিলেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisement

তিনি বলেন, ‘‘দারুণ একটা দিন। আমরা পুরো একটা মাঠ পেয়েছি। বাংলার ফুটবলের জন্য এটা খুব দরকার ছিল। এখানে ফুটবলাররা অনুশীলন করতে পারবেন। কিছু খেলাও করা যাবে। তবে সবার আগে আমাদের মাঠটা ঠিক করতে হবে। ’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement