উইলিয়ামসন। ছবি: এপি।
বিরাট কোহালিদের ০-২ হারের সঙ্গে একই প্রতিপক্ষের বিরুদ্ধে আঠারো বছর আগে ভারতের হোয়াইটওয়াশ হওয়ার মিল রয়েছে। শুধু স্কোরলাইনেই নয়, আরও অনেক ক্ষেত্রে। সে বারও নিউজ়িল্যান্ড দুই টেস্টেই টস জিতেছিল। এ বারও তাই হয়েছে। প্রথম ইনিংসে সেই সিরিজে চার বারই ভারত ব্যাটিং করতে নেমে বিধ্বস্ত হয়েছিল। রান ছিল ১৬১, ৯৯, ১৬৫ এবং ২৪২। সে বারও সিরিজের প্রথম টেস্টে ভারত ১০ উইকেটে হেরেছিল। এ বারও তাই। সেই সিরিজেও ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রান পাননি। এই সিরিজেও অধিনায়ক কোহালি রান পেলেন না। দু’জনেই ভারতের সফল অধিনায়কদের মধ্যে পড়েন।
সোমবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টে জিতে সিরিজ ২-০ করার পরে নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলে দিলেন, ভারত আরও ৫০ রান বেশি করলে রান তাড়া করাটা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হত। একই সঙ্গে তিনি বলে দিলেন, তিন দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইটা বোঝা সম্ভব নয়।
ম্যাচের পরে নিজের দলের পারফরম্যান্স সম্পর্কে উইলিয়ামসন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘দুর্দান্ত পারফরম্যান্স করল ছেলেরা। দ্বিতীয় টেস্টের প্রায় প্রতিটি অর্ধই নিয়ন্ত্রণ করেছি আমরা। ভারত যদি আরও পঞ্চাশ রান বেশি করত, তা হলে ম্যাচটা এতটা একপেশে হত না। লড়াইয়ের ভারসাম্যটা বজায় রাখত।’’ যোগ করেন, ‘‘তবে দু’টি টেস্টেই পিচের ভারসাম্য বজায় ছিল। ব্যাট ও বল করতে গিয়ে সমস্যা হয়নি। যদিও খুব সহজে রান করা যায়নি। বোলারের বিরুদ্ধে লড়ে রান করতে হয়েছে ব্যাটসম্যানেদের। কারণ, এই উইকেটে ৩০-৪০ রানের জুটি তৈরি হওয়াটা বিরাট ব্যাপার।’’ নিউজ়িল্যান্ড অধিনায়কের উইকেট সম্পর্কে প্রতিক্রিয়া, ‘‘পিচ ছিল সিমারদের পক্ষে আদর্শ।’’