লর্ডসের মাঠে হবে কি ফাইনাল? ছবি: টুইটার থেকে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের জন্য বাছা হয়েছিল লর্ডসকে। ইংল্যান্ডের এই মাঠের ঐতিহ্যের কথা মাথায় রেখেই ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল লর্ডসকে। জুন মাসে সেই ফাইনাল আদৌ সেখানে আয়োজন করা যাবে কি না, প্রশ্ন এখন সেটাই।
করোনাভাইরাসের প্রভাব এখনও ছড়িয়ে রয়েছে সারা বিশ্বেই। ব্রিটেনে অতিমারির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে ভাইরাসের নতুন স্ট্রেন। এখনই লর্ডসের নাম ঘোষণা করতে তাই বেশ চিন্তায় রয়েছে আইসিসি। লর্ডসে যদি আয়োজন করাও হয়, তাহলে ক্রিকেটারদের রাখা হতে পারে সাউদাম্পটন বা হ্যাম্পশায়ারে। জৈব সুরক্ষা বলয় তৈরি করেও ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা রাখতে এই জায়গাগুলিকেই নিরাপদ মনে করা হচ্ছে।
ইংল্যান্ডে ফাইনাল হলেও, জো রুটরা সেই ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য রয়েছে অনিশ্চয়তা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতের বিরুদ্ধে অন্তত ৩-০ ব্যবধানে সিরিজ জিততে হবে ইংল্যান্ডকে। বিরাট কোহালিরা যে অতো সহজে তা হতে দেবেন না, তা বলাই বাহুল্য।